বিনোদন

চাঁদের অপেক্ষা না করে আমরাই চলে এলাম! চন্দ্রযান ৩ এর সফল অবতরণের পর গর্বিত রাঘব

চাঁদ তার ঘরে আসে না বলে বড় আক্ষেপ ছিল গায়ক রাঘব চট্টোপাধ্যায়ের। সেই আক্ষেপ মেটাতেই একটা গোটা গান বানিয়ে ফেলেছিলেন তিনি। সেই গান শুনে বিনিদ্র রজনী কেটেছে বহু মানুষের। এবার চাঁদ না এলেও ভারত পৌঁছে গেল চাঁদের দরবারে। চন্দ্রযান ৩ এর সফল অবতরণের পর গর্বিত গায়ক এমনটাই মন্তব্য করেছেন।

আজ ১৪০ কোটি ভারতবাসীর কাছে গর্বের দিন। চাঁদের মাটিতে সফলভাবে পৌঁছেছে চন্দ্রযান ৩। নজের স্থাপন করেছেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান বিক্রম, এদিন সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। চন্দ্রযান ৩-এর সাফল্যের পিছনে রয়েছে ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম। তাঁদের কৃতিত্বকে কুর্নিশ জানাতে ভুললেন না গায়ক।

এদিন রাঘব চট্টোপাধ্যায় বলেন, “চাঁদ তো আসবে না, তাই আমরাই চলে এলাম।” এদিন সকলেই তিনি বলেছিলেন, “গতকাল থেকেই এটা ভাবছিলাম। মজার একটা কাব্যিক কল্পনা ছিল গানটায়। আমার গানটাও সুপারহিট হয়েছিল। আর আজ আমরা চাঁদে পৌঁছতে চলেছি”।

অপর এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “চাঁদের বুকে পা রাখার যে অনুভূতি, তার জন্য আমি ধন্যবাদ জানাব সমস্ত জ্যোর্তিবিজ্ঞানীদের। এবং ইসরোর গুণী মানুষজনদের। যাঁরা এটা সম্ভব করলেন। অত্যন্ত গর্বের বিষয় এটি”। এদিকে এই চন্দ্রযানের সফল অবতরণের পর অনেকেই তার চাঁদ কেন আসে না আমার ঘরে গান টা নিয়ে চর্চা শুরু করেছেন। যা নিয়েও বেশ আপ্লুত তিনি।

Back to top button