২৩ বছর পর ফিরছে পুরোনো প্রেম! ফের বড় পর্দায় দেখা যাবে দিয়া-মাধবন জুটিকে

Avatar

Published on:

২৩ বছর পর ফিরছে পুরোনো প্রেম! ফের বড় পর্দায় দেখা যাবে দিয়া-মাধবন জুটিকে

একের পর এক পুরোনো ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত দর্শকদের চাহিদাতেই এই পুরোনো ছবি গুলিকে ফিরিয়ে আনা হচ্ছে থিয়েটারে। আর দর্শকরা ভালওবাসছেন এই ছবি গুলোকে। এবার সেই তালিকাতেই যোগ হল রেহেনা হ্যায় তেরে দিল মে ছবিটি।

প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেনমেন্ট জানিয়েছে, পুনরায় থিয়েটারে এই ছবি মুক্তি পাবে। ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে এই কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। ছবি দিয়ে তাঁরা লিখেছে, “২৩ বছর পর, ভালবাসা ফের প্রেক্ষাগৃহের রাস্তা খুঁজে পেয়েছে। নিরন্তর রোম্যান্সের জাদু ফের উপভোগ করুন ‘রহেনা হ্যায় তেরে দিল মে’র সঙ্গে। প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে এই শুক্রবার ৩০ অগাস্ট ২০২৪! আপনারা কি উত্তেজিত”!

   
 ⁠

২০০১ সালে মুক্তি পায় ‘রহেনা হ্যায় তেরে দিল মে’। আর মাধবন ও দিয়া মির্জা অভিনীত এই ছবি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। এই ছবি আদতে তামিল ফিল্ম ‘মিন্নালে’র রিমেক।বক্স অফিসে দারুণ সাফল্য লাভ না করলেও, এই ছবির গানগুলি মানুষের মনে আজও টাটকা।

  
 ⁠

এই ছবির হাত ধরে বলিউডে পা রাখেন দিয়া মির্জা ও আর মাধবন। গৌতম বাসুদেব মেনন পরিচালিত এই ছবিকে পুনরায় থিয়েটারে দেখতে পাওয়ার খবরে উচ্ছসিত দর্শকরাও। তাঁরা কমেন্টে জানান, “ধন্যবাদ আমাদের অনুরোধ রাখার জন্য”। আবার একজন লেখেন, “দারুন সিদ্ধান্ত। খুবই প্রিয় একটি সিনেমা। খুবই উৎসাহিত হলে দেখার জন্য “।