৪০ বছর পর মুক্তি পেল রাহুল দেব বর্মণের অপ্রকাশিত ৫ গান! গাইলেন কারা?

Published on:

৪০ বছর পর মুক্তি পেল রাহুল দেব বর্মণের অপ্রকাশিত ৫ গান! গাইলেন কারা?

বেঁচে থাকলে আজ ৮৫ বছরে পা দিতেন রাহুল দেব বর্মণ। সুরের জগৎ পেত আরও নতুন সুর তাল ছন্দ। ভারত তথা বিশ্বের মানুষের কানে তুলে দিতেন সুরের উপহার। আজও তাঁর গান সমান ভাবে প্রাসঙ্গিক।

আজ তাঁর ৮৫ বছরের জন্মদিনে প্রকাশ পেল এমন পাঁচটি গান প্রকাশ পেল যা আগে মুক্তির আলো দেখেনি। আজ থেকে চল্লিশ বছর আগে একটি বাংলা ছবির জন্য তিনি সুর দিয়েছিলেন। সেই গানই এবার প্রকাশ করা হল।

   
 ⁠

ফিক্সব্যাগ মিউজিক-এর ইউটিউব চ্যানেলে ‘পাঁচে পঞ্চম’ নামে একটি হিন্দি ও চারটি বাংলা গান মুক্তি পেল। উপস্থিত ছিলেন আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজো।

  
 ⁠

দেখা গিয়েছে, এখানে অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায় ‘আমি তুমি দু’জনাতে’ নামে একটি গান গেয়েছেন। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো। কুমার শানু এবং আশা ভোঁসলে গেয়েছেন ‘চোখে চোখে’ নামে একটি বাংলা গান। আশা ভোঁসলে এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। ‘ভালোবাসা ভালোবাসা’ নামে আর এই বাংলা গান গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি