নতুন অতিথি এলো রাহুল-দিশার ঘরে! সদ্যজাতের জন্মের কথা জানিয়ে কী লিখলেন গায়ক?

খুশির খবর বলিউডের টেলি জগতে। সন্তানের জন্ম দিলেন ছোটপর্দার অভিনেত্রী দিশা। বুধবার এক কন্যা সন্তানের জন্ম দেন দিশা। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন নতুন বাবা তথা গায়ক রাহুল বৈদ্য।
সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করেছেন তিনি। সেখানে একটি মিষ্টি হাতির ছবি দেওয়া। আর নিচে লেখা ইটস আ বেবী গার্ল। এই পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সবাই সুস্থতা কামনা করেছেন দুজনেরই।
২০২১ সালের জুলাই মাসে বিয়ে সারেন রাহুল ও দিশা। সোনোগ্রাফি রিপোর্ট প্রকাশ্যে এনে বিয়ের দুই বছরের মাথায় সন্তান আসার খবর দেন তাঁরা। মাম্মি অ্যান্ড ড্যাডি’ একটি বোর্ড হাতে নিয়ে ছবি দিয়েছিলেন তাঁরা।
বরে আচ্ছে লাগতে হ্যায় ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন দিশা পারমার। অন্যদিকে ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের প্রতিযোগী ছিলেন রাহুল। তার কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন বিচারকরা। ফাইনালিস্ট রাহুলের গান শুনে মুগ্ধ হয়েছিলেন দিশাও। কথা শুরু হয় ইনস্টাগ্রামে। এরপর বিগ বস এর ঘরে আসেন দুজনেই। সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব। এরপর তা পরিণতি পায় বিয়েতে।