প্রিয়াঙ্কাকে পেতে বেশ কাঠ খড় পোড়াতে হয়েছিল! রাহুলের কাছে সময়ের সঙ্গে কতটা বদলেছে প্রেমের সংজ্ঞা?

Published on:

প্রিয়াঙ্কাকে পেতে বেশ কাঠ খড় পোড়াতে হয়েছিল! রাহুলের কাছে সময়ের সঙ্গে কতটা বদলেছে প্রেমের সংজ্ঞা?

দূরত্ব মিটিয়ে আবারও একবার কাছাকাছি এসেছেন রাহুল প্রিয়াঙ্কা। কিন্তু তাঁদের পোস্ট দেখে নেটিজেনদের মত, হয়ত তাদের মধ্যে দূরত্ব মিটেও মেটেনি। যদিও এর জবাব দিয়েছিলেন রাহুল। তবে এই প্রিয়াঙ্কার থেকেই ভালোবাসা আদায় করতে বেশ কাঠ খড় পোড়াতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু সময়,কালের সঙ্গে বদলেছে ভালোবাসার সংজ্ঞা।

রাহুল বলেন, “তারিখ মেনে প্রেম দিবস পালন করার তাগিদ এক সময় প্রচুর ছিল।‌ তবে এখন আর সেভাবে কিছু করা হয় না। এখন প্রেমের মানেটা বদলে গিয়েছে আমাদের কাছে। আমার বা প্রিয়াঙ্কা দু’জনের কাছেই প্রথম ভালবাসা এখন সহজ। সহজকে ঘিরেই সবকিছু, ওকে নিয়েই প্রত্যেকটা দিন ভালবাসার। ওর জন্য প্রত্যেকটা দিন কতটা স্পেশাল করে তুলতে পারি, সেটাই চেষ্টা করি আমরা দুজনেই”।

   
 ⁠

জানা যায়, প্রিয়াঙ্কাকে প্রেমের প্রস্তাব দিতেই প্রথমে সেই পত্রপাঠ খারিজ করে দেন অভিনেত্রী। রাহুল প্রিয়াঙ্কার বিয়ের ১৩ বছর পূর্ণ হয়েছে। মাঝে ৬ বছর আলাদা থাকার পর ফের এক হয়েছেন তাঁরা।

  
 ⁠

কীভাবে আলাপ প্রথম প্রেমিকার সঙ্গে, কীভাবেই বা সম্পর্ক এগোলো? বিচ্ছেদ কেন হল এই সব কিছু নিয়েই নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। একটি অনুষ্ঠানে রাহুল বলেন, “প্রথম প্রেমিকার নাম ছিল বুলটি। আমার প্রথম প্রেম ক্লাস ৫ পর্যন্ত আমাদের সঙ্গে খেলত। তারপর আলাদা হয়ে যায়। আবার ক্লাস ৯ এ ওকে যখন দেখি তখন ওকে অন্যরকম লাগে। একদম অন্যরকম। বুকে একটা কিছু হয়। ওর গানের ডাইরিকে হিংসা হতো। কারণ ও সেটা ওর বুকে জড়িয়ে থাকত আমায় নয়। ও যখন গানের ক্লাস, কোচিংয়ে যেত সাইকেল নিয়ে পিছু করতাম। চেন পড়ে যাওয়ার নাটক করে বেশিক্ষণ তাকাতাম”।