হঠাৎ বাজে কথা বললে বুঝতে হবে তার নিজেরই সমস্যা আছে! রাহুলকে পাল্টা জবাব রাজের

অভিনেতা রাহুল ও পরিচালক রাজ চক্রবর্তীর মধ্যে একটা ঠান্ডা লড়াই যে চলছে তা ফের একবার প্রকাশ্যে এল। রাহুলের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তাঁকে আক্রমণ করলেন রাজ চক্রবর্তী।
বিতর্কের শুরু বেশ কিছুদিন আগেই। এবার প্রলয় ওয়েব সিরিজ আসতে চলেছে রাজ চক্রবর্তীর। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলর। বলা হচ্ছে সেখানে ঋত্বিক চক্রবর্তীর লুকের সঙ্গে সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুকের সাদৃশ্য রয়েছে। আর এই নিয়েই রাজ চক্রবর্তীকে কটাক্ষ করেছিলেন রাহুল।
অভিনেতা বলেছিলেন, “যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা…ট্রোলস ওয়েলকাম”। অভিনেতা এক সংবাদ মাধ্যমে দাবি করেন, রাজ চক্রবর্তী জানিয়েছিলেন রাহুলের মত খারাপ লোক হয় না। তার সঙ্গে কাজ করা যায় না।
অভিনেতা বলেন, “আমার পরিবার, আমার বন্ধু, আমার শিক্ষক, আমার চারপাশে যাঁরা আছেন তাঁদের সামনে আমার কী অবস্থা হয়েছে, আমার কী ডিপ্রেশন হয়েছে সেই কথা ও ভেবেছে? সেই সময় যদি আমার বাবা-মা পাশে না থাকত, প্রিয়াঙ্কা পাশে না থাকত তাহলে এই শহরে একটা সুশান্ত সিং রাজপুত হতে পারত”।
এরপরেই পাল্টা মুখ খুললেন পরিচালক। তিনি জবাব দিয়ে বলেন, ট্রেলর দেখে কখনোই পুরো সিনেমার বিষয় ধারণা করে নেওয়া উচিত নয়। যদি সিরিজ রিলিজের পর দেখা যায় মিল রয়েছে তখন তিনি জবাব দেবেন। এরপরেই রাজ চক্রবর্তী বলেন, “কোনও ব্যক্তি যদি অকারণে কারও নামে হঠাৎ বাজে কথা বলে তখন বুঝতে হবে, তার কোনও সমস্যা আছে”।