বিনোদন

বিয়ের স্মৃতিতে ফিরলেন রাহুল! ফের কি সহজ হচ্ছে রাহুল প্রিয়াঙ্কার সম্পর্কের সমীকরন?

চিরদিনই তুমি যে আমার সিনেমা করার পর একেবারে আশ্চর্যজনক ভাবেই বিয়ে করেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেই সময় তাদের জুটি ব্যাপক হিট হয়েছিল। তবে বেশ কিছুদিন সংসার করার পরেই ছন্দপতন ঘটে। বিশেষ করে সমস্যা আরো জটিল হয় সন্তান হওয়ার পর। একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন প্রকাশ্যেই। এরপর আদালতে দায়ের করা হয় বিবাহ বিচ্ছেদের মামলা। কিন্তু সম্প্রতি সেই সমস্যা কাটিয়ে আবার কাছাকাছি আসছেন এই জুটি। শোনা যাচ্ছে ফের একসঙ্গে থাকতে চলেছেন তারা।

বিচ্ছেদ, পুনর্মিলন সব কিছুর মাঝেই ফের একবার সহজ হচ্ছে রাহুল প্রিয়াঙ্কার সম্পর্ক। সম্প্রতি নিজেদের পুরনো বিয়ের ভিডিও পোস্ট করেছেন রাহুল। সেখানে লিখেছেন, “চলুন ঘুরে আসা যাক আমার আর প্রিয়াঙ্কার বিয়ের লাইভ কভারেজ থেকে, আজকের বিষয় বিবাহ অভিযান, ইউটিউব লিংক প্রথম কমেন্টে। সাংবাদ মাধ্যমে খবর পেশ করার মতোই মজা করে এই পোস্ট করেছেন রাহুল।

তবে এই পোস্ট দেখে আশা জেগেছে অনুরাগীদের মনে। একজন লিখেছেন, রাহুল তোমরা ভাল আছ, একসঙ্গে সহজকে নিয়ে, খুব ভাল লাগলো জেনে। আবার একজন লিখেছেন, খুব ভাল থেকো একটি সুন্দর সুখী পরিবার নিয়ে। অনেক শুভেচ্ছা ও ভালবাসা নিও।

গত বছর থেকেই একটু একটু করে সহজ হচ্ছিল প্রিয়াংকা এবং রাহুলের সম্পর্ক। পুজোর দোল কিংবা যে কোন অনুষ্ঠানেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছিল। এরপরেই কানাঘুষা শোনা যাচ্ছিল তাদের মধ্যেকার ঝামেলা মিটতে চলেছে। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন অভিনেতা। এমনকি তাদের মধ্যে কার বিবাহ বিচ্ছেদের মামলাও তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

২০১৮ সাল থেকেই তাদের এই সমস্যা চলছিল। তবে চলতি বছর জানুয়ারি মাসে মামলার যে তারিখ পড়েছিল তখন আদালতে রাহুল বা প্রিয়াঙ্কা কেউই হাজিরা দেননি। তখনই পরবর্তী মামলার শুনানি ধার্য হয় মার্চ এপ্রিল এবং জুলাই মাসে। কিন্তু দুজনের সম্মিলিত সিদ্ধান্তে মামলা প্রত্যাহার করা হয়েছে। জানা গিয়েছে ফের আবার একসঙ্গে থাকতে চলেছেন তারা।

Back to top button