ভারতের যাতায়াতের লাইফলাইন রেল। রেল পরিষেবা একবার বিঘ্নিত হলে বিপদে পড়তে হয় আমজনতা কে। যারা নিয়মিত রেলে যাতায়াত করেন তারা খেয়াল করে দেখবে কিছু স্টেশনের নামের পাশে লেখা থাকে রোড।কিন্তু কেন জানেন? এর পেছনে কিন্তু রয়েছে বিশেষ কারণ।
এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, যে স্টেশনগুলির নামের সঙ্গে রোড শব্দটি লেখা থাকে, সেখান থেকে শহরের দূরত্ব অনেকটাই বেশি হয়৷ জানা যায়, এই রেল স্টেশনগুলি যখন তৈরি হয়েছিল, তখন বিভিন্ন অসুবিধার কারণে মূল শহরের কাছাকাছি স্টেশন তৈরি করা সম্ভব হয়নি৷ সময়ের সঙ্গে সঙ্গে স্টেশনের কাছে শহর গড়ে উঠেছে৷
যেমন মাউন্ট আবুতে রেল লাইন পাতা মুশকিল বলে সেখান থেকে ২৭ কিলোমিটার দূরে রেল স্টেশন তৈরি হয়েছে৷ এছাড়াও এই তালিকায় আছে, হাজারিবাগ রোড, ভাসাই রোড, রাঁচি রোড, আবু রোড।
এছাড়াও বোর্ডগুলোতে হলুদ রঙের উপর কালো রং দিয়েই স্টেশনের নাম লেখা থাকে। এর কারণ হল, মূল সাতটি রঙের মধ্যে তরঙ্গদৈর্ঘ্যের প্রেক্ষিতে আসলে হলুদ রঙ রয়েছে তৃতীয় স্থানে। তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে, তত দূর থেকে দেখা যাবে রঙ। এই তালিকায় সব থেকে উপরে রয়েছে লাল রঙ। এই একই কারণে ট্র্যাফিক সিগন্যালে বা রেলের সিগন্যালেও লাল রঙ ব্যবহার করা হয়।
হলুদের উপর কালো ব্যবহার করার কারণ হল, হলুদের উপর কালো ভালো ফুটে ওঠে। ফলে লেখাটি আরও ভালো ভাবে দৃশ্যমান হয়ে ওঠে। চালক কিংবা যাত্রী অনেক দূর থেকেই তাই স্পষ্ট দেখতে পায় স্টেশনের নাম।