কালো মনোকিনিতে উঁকি দিচ্ছে উন্মুক্ত বক্ষবিভাজিকা! সাদাকালো ছবিতে সেনসেশন বাড়ালেন রাইমা

টলিউডে যে সমস্ত অভিনেত্রী নিজেদের দাপটে রাজ করে বেড়াচ্ছেন তাদের মধ্যে অন্যতম রাইমা সেন। তার আদব কায়দা, ব্যক্তিত্ব আলাদাই ধরনের। এই অভিনেত্রীই এবার বোল্ড লুকে ছবি পোস্ট করলেন। আর সেই ছবি পোস্ট হতেই ঘুম উড়েছে তাঁর অনুগামীদের।
সোশ্যাল মিডিয়ায় রীতিমত উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। তাঁকে দেখে ঘুম ওড়ার জোগাড় সকলের। বোল্ড ফটোশুটে পুরুষ ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেন রাইমা সেন।বয়স চল্লিশ ছুঁয়েছে বছর দুয়েক আগেই। কবে গ্ল্যামার বিন্দুমাত্র কমেনি বরং আরো বাড়ছে রূপের ঝলক।
ডিপ নেক কালো মনোকিনিতে উঁকি দিচ্ছে উন্মুক্ত বক্ষবিভাজিকা। ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখের পাতায় গাঢ় মাসকারা। সাদাকালো ছবিতে তাঁর আবেদন যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। নায়িকার গ্ল্যাম লুকে মুগ্ধ নেটপাড়া।
১৯৯৯ সালে ‘গডমাদার’ সিনেমা দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন রাইমা সেন।এরপর একের পর এক হিট ছবিতে কাজ করেছেন তিনি।এরমধ্যে বেশ কিছু ছবি পুরস্কারও পেযেছে।কিংবদন্তী সুচিত্রা সেনের নাতনি সব সময়ই স্পটলাইটে।