বড় সমস্যার মুখে রাজ! ছুটলেন পুলিশের কাছে, হঠাৎ হল কী?

Avatar

Published on:

বড় সমস্যার মুখে রাজ! ছুটলেন পুলিশের কাছে, হঠাৎ হল কী?

এবার হ্যাকারদের কবলে পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী। পরিচালকের ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছে। ফেসবুকে ওই পেজে গেলে দেখা যাচ্ছে, সেখানে ইংরেজির পরিবর্তে বিদেশি ভাষায় নাম লেখা। তবে যাবতীয় যে তথ্য দেওয়া রয়েছে সেগুলো অবশ্য রাজের সঙ্গে মিলছে।

পরিচালক জানান, তাঁর তিনটি প্রোফাইলই হ্যাক করা হয়েছে। এর মধ্যে তাঁর ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত পেজ এবং প্রযোজনা সংস্থার পেজ রয়েছে। বিষয়টি নিয়ে তিনি চিন্তিত। কীভাবে পেজ গুলো পুনরুদ্ধার করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে।

   
 ⁠

রাজ বলেন, “সমাজমাধ্যমের খুঁটিনাটি আমি নিজে বিশেষ একটা বুঝি না। সেগুলো দেখভালের জন্য আমার একটা বিশেষ দল রয়েছে। পেজের নাম যে বদলে গিয়েছে, সেই নোটিফিকেশন সকলের কাছে যায়। সকাল থেকেই অনেকেই আমাকে ফোন এবং মেসেজ করে বিষয়টা জানান। তার পর বিষয়টি বুঝতে পারি”।

  
 ⁠

ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় রাজ অভিযোগ জানিয়েছেন। গত কয়েক দিন ধরেই ফেসবুকে তাঁর প্রোফাইলে সমস্যা হচ্ছিল। তবে সেগুলো যে হ্যাকারদের কবলে গেছে তা তিনি বোঝেননি।