আজ কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্মদিন। পরিবারের তরফে বর্ষপূর্তি উদযাপন করা হবে। যদিও আগের দিনও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট-রণবীর কাপুর, নীতু কাপুর-সহ গোটা পরিবার।
৩৪ টি শহর জুড়ে ১০১ টি সিনেমা হলে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ কাপুর অভিনীত আইকনিক সিনেমাগুলি দেখানো হবে। সেই অনুষ্ঠানের উদ্বোধনই ছিল শুক্রবার। সেখানেই গিয়েছিল গোটা পরিবার।
এই অনুষ্ঠানের পোশাকি নাম দেওয়া হয়েছে রাজ কাপুর@১০০। এখানে রাজ কাপুরের ১০টি প্রথম সারির ছবি দেখানো হবে। ১০০ টাকা করে টিকিটের দাম করা হয়েছে। জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়, সঙ্গম, মেরা নাম জোকার , ববি, এবং রাম তেরি গঙ্গা মইলি- সহ আরও একাধিক ছবি দেখানো হবে।
অভিনেতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে রাজকীয় ভাবে সেজে উঠেছিল গোটা পরিবার। ঠাকুরদা রাজ কাপুরের মত গোঁফ রেখেছেন রণবীর। আলিয়ার সাজগোজ ছিল একেবারে ছিমছাম। সাদা কুর্তায় সেজেছিলেন ঋধিমা কাপুর।শাড়ি পড়ে এসেছিলেন করিশ্মা কাপুর। করিনার গায়ে লাল সরু পারের পালাজো সেট। মোটের উপর সাদা কালো পোষাকে সেজে উঠেছিলেন সকলে।