সিনেমা

শিল্পা শেঠির স্বামীর পর্নকাণ্ড এবার বড় পর্দায়! জানেন রাজ কুন্দ্রার ভূমিকায় কে অভিনয় করবেন?

২০২১, ১৯ জুলাই দিনটি কালো অধ্যায় শিল্পা শেঠী ও তার পরিবারের কাছে। ওইদিনই নীল ছবির শুট ও ডিস্ট্রিবিউশনের কারণে গ্রেফতার হয়েছিলেন শিল্পের স্বামী পরিচালক রাজ কুন্দ্রা। এবার এই ঘটনা নিয়েই তৈরি হচ্ছে সিনেমা। জানা গিয়েছে সেখানে নিজের বায়োপিকে অভিনয় করবেন রাজ কুন্দ্রা নিজেই। এই ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শিল্পার স্বামী।

বছর দুয়েক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজ কুন্দ্রার। যার জেরে দীর্ঘ সময় হাজতবাসও হয় তাঁর। প্রায় দু’মাস জেলে কাটানোর পর ছাড়া পান রাজ। মুম্বইয়ের আর্থার রোড জেলে ৬৩ দিন কাটিয়েছিলেন রাজ। দীর্ঘ টানাপোড়েনের পর অবশ্য জামিন পান তিনি।

এবার নিজের এই ৬৩ রাত জেলে কাটানোর অভিজ্ঞতা তুলে ধরতে চান তিনি বড় পর্দায়। সূত্রের খবর, ৬৩ দিন অতিবাহিত করা থেকে শুরু করে জামিন পাওয়া পর্যন্ত সবটুকুই নিজের বায়োপিকে তুলে ধরতে চান তিনি। কানাঘুষো, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেই শুরু হবে ছবির শুটিং।

সূত্রের খবর, ছবির সঙ্গে সম্পূর্ন ভাবে জড়িয়ে থাকবেন রাজ নিজে। অভিনয় করার পাশাপাশি প্রোডাকশনের কাজের দিকেও নজর দেবেন শিল্পার স্বামী। এবার তার অনুরাগীদের একাংশের মতে সত্যি মিথ্যের পর্দা ফাঁস হওয়ার পালা।

Back to top button