বিনোদন

ফের জুটি বাঁধছেন রাজ-শুভশ্রী? সৌজন্যে কি রাজ? কী বললেন পরিচালক?

প্রেম ভেঙেছে বহুদিন। এরপর যে যার পথে হেঁটেছেন। একজন এক সন্তানের মা হয়ে সুখে শান্তিতে সংসার করছেন অপর জন দিব্যি আর একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু এই বিচ্ছেদ হয়ে যাওয়া জুটিই যদি আবার একসঙ্গে হন তাহলে কেমন হয়? আসল বিষয়টি হলো কথা হচ্ছে দেব এবং শুভশ্রীকে নিয়ে।

দেব শুভশ্রী টলিউডের হিট জুটি ছিল। কিন্তু সম্পর্ক ভাঙার পর তাদের আর সিনেমা করতে দেখা যায় নি একসঙ্গে। যদিও কৌশিক গাঙ্গুলীর ধূমকেতু ছবিটি তাদের একসঙ্গে করা শেষ ছবি। কিন্তু এখনও সেই ছবি মুক্তি পায়নি। মূলত জানা গিয়েছে দেব ডাবিং করেননি বলেই এখনো মুক্তি আটকে আছে। এর মধ্যেই শুভশ্রীর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করা হল তিনি দেব এবং শুভশ্রীকে নিয়ে সিনেমা বানাবেন কিনা।

সম্প্রতি আবার প্রলয় ওয়েব সিরিজের প্রচারে এসেছিলেন রাজ চক্রবর্তী আর প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, দেব শুভশ্রীকে নিয়ে তিনি নতুন কোনও সিনেমার কথা ভাবছেন কিনা। এর উত্তরে রাজ জানান, “এই মুহূর্তে ১১ তারিখ রিলিজ করছে আবার প্রলয়। আমি সেটার উপরেই ফোকাস করছি। আগামী দিনে কী করব সেটা নয় আগামী দিনেই দেখা যাবে”।

প্রসঙ্গত, ১১ অগস্ট আছে দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য। আর ১১ অগস্ট থেকেই জি ফাইভে প্রিমিয়ার হওয়া শুরু হবে আবার প্রলয় সিরিজের। এর মধ্যে কোনটি দর্শকদের বেশি মনে ধরে সেটাই এখন দেখার।

Back to top button