ঝাড়ু হাতে উঠোনের জল পরিষ্কার করছেন ইউভান! একরত্তির কাণ্ড দেখে হেসেই খুন রাজ-শুভশ্রী

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। ছোট থেকেই তার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তার বাবা-মা। এবারও এক বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। যা দেখে কার্যত মুগ্ধ হয়েছেন সকলে।
ছেলের এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, ঝাড়ু হাতে উঠোনের জল পরিষ্কার করছে একরত্তি। আর সেই দেখে হেসেই খুন হয়েছেন রাজ শুভশ্রী। ছেলের এই মজার মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন তারকা দম্পতি।
এখন হালিশহরের বাড়িতে ঘুরতে গিয়েছেন রাজ শুভশ্রী। সঙ্গে গিয়েছে ছোট্ট ইউভানও। আর সেখানেই খোলা উঠোন পেয়ে মনের সুখে ঘুরছে। উঠোনে ঝাড়ু হাতে নেমে পড়েছে জমা জল পরিষ্কার করতে। ওই ভিডিওতে তাদের বলতে শোনা যাচ্ছে, “ঠান্ডা লেগে যাবে কিন্তু”।
ছোট থেকেই শুভশ্রী এবং রাজ দুজনেই ফ্যানেদের সঙ্গে ইউভানের বেড়ে ওঠার সমস্ত রকম মুহূর্ত শেয়ার করে থাকেন। এবারেও তার ব্যতিক্রম হলো না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছেলের এই মজার কীর্তির ভিডিও।