২০২৪ কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সকলে। সবাই সবার মত করে মেতে উঠেছে আনন্দে। নিজেদের পরিচিত বন্ধুবান্ধব নিয়ে পার্টিতে মেতে ছিলেন রাজ-শুভশ্রীও। একে অপরকে উষ্ণ চুম্বন করে স্বাগত জানালেন নববর্ষকে।
সোশ্যাল মিডিয়ায় রাজ দম্পতির ছবি ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই। সেই ভিডিওতে দেখা গিয়েছে সাদা রংয়ের ড্রেস পরেছিলেন শুভশ্রী। রাজও বেছেছিলেন সাদা শার্ট। চারদিকে যখন আলোর বাজির রমরমা। এমন একটা মুহূর্তেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।
ফুকেতের সমুদ্রের ধারেই একে-অপরের ঠোঁটে ডোবালেন ঠোঁট। ভালোবাসায় নিজেদের মুড়ে নিয়ে পা রাখলেন ২০২৫-এ। সেই ভিডিও মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছে আর তা ভাইরাল হয়েছে আপলোড করার সঙ্গে সঙ্গেই।
ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের নিয়ে ফুকেট বেড়াতে গিয়েছেন রাজ এবং শুভশ্রী। সেখানে বিচের একাধিক মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। ফুকেত ট্রিপে কিন্তু রয়েছে ইউভান আর ইয়ালিনিও। সমুদ্রের ধারে বেশ চুটিয়ে উপভোগ করছে দুই খুদে