স্ত্রীর পায়ে যত্ন করে নেলপলিশ পরাচ্ছেন রাজ! স্বামীর ভালোবাসায় বুঁদ শুভশ্রী

আর মাস দুয়েকের অপেক্ষা মাত্র। তারপরই তিন থেকে চার হবেন রাজ-শুভশ্রী। ফের মা হবেন অভিনেত্রী। বাড়ির প্রতিটি মানুষই খেয়াল রাখছেন হবু মায়ের। পরম যত্নে দিন কাটাচ্ছেন শুভশ্রী। এবার তেমনই এক আদুরে মুহূর্তের ছবি পোস্ট করলেন তিনি।
ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, রাজ তার পায়ে নেলপলিশ পড়িয়ে দিচ্ছেন। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি সন্তানের খেয়াল রাখছি। ও (রাজ) আমার খেয়াল রাখছে। তাই বলি যে ‘আমরা অন্তঃসত্ত্বা”।
আরও পড়ুন: আদরে ভালোবাসায় ভরে উঠল মঞ্চ! ডান্স বাংলা ডান্সের সেটে সাধ খেলেন শুভশ্রী, রইল ভিডিও
প্রসঙ্গত, দ্বিতীয় বার মা হওয়ার আগে ডান্স বাংলা ডান্সের সেটে জমিয়ে সাধ খেলেন তিনি। কলাকুশলীদের ভালোবাসায় আবেগে চোখের জলে ভাসলেন তিনি। সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও ডান্স বাংলা ডান্সের শুটিং চালিয়ে যাচ্ছিলেন শুভশ্রী। এবার সেই মঞ্চেই জমিয়ে সাধ খাওয়ানো হল তাঁকে। ছিল একেবারে রাজকীয় আয়োজন। অভিনেত্রীর সমস্ত পছন্দের খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল তার সামনে। কলাকুশলী ও সহকর্মীদের এত ভালোবাসা দেখে কেঁদেই ফেলেছিলেন অভিনেত্রী। সেই সঙ্গে অবশ্য জমিয়ে সাধও খেয়েছেন তিনি মঞ্চে।
আরও পড়ুন: ভক্তের পাগলামির জন্য জ্যাম রাস্তায়! গাড়ি থামিয়েই যা করলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও
এদিন সকলের আদরে ভালোবাসায় ভরিয়ে উঠল মঞ্চ সাধের অনুষ্ঠানে। মিঠুন চক্রবর্তী কপালে চন্দনের টিপ পরিয়ে তাঁকে বরণ করে নিলেন। একেবারে প্রদীপ জ্বালিয়ে, ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করেন অভিনেত্রীকে। শুভশ্রী বলেন, “আমার চোখে জল চলে আসছে। কথা আটকে আসছে সত্যি বলতে। আমরা ডান্স বাংলা ডান্সের মঞ্চটিকে নিজেদের একটি পরিবার বলে থাকি। সেটা প্রমাণ করতে আর কিছুই লাগে না। আজকে প্রমাণ হয়ে গেল”।