স্ত্রীর জন্মদিনে অভিনব উপহার রাজার! এই উপহার পেয়ে কী বললেন মধুবনী?

স্ত্রীর জন্মদিন আর স্বামী বিশেষ উপহার দেবে না তাই কখনো হয়? তাই এবার মধুবনির জন্মদিনে গাড়ি উপহার দিলেন রাজা গোস্বামী। আর এই উপহার পেয়ে দারুণ খুশি অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মধুবনি। সেখানে বাড়ির নতুন সদস্যকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি নিজের স্বামীকে ধন্যবাদও দিয়েছেন তিনি। জন্মদিনের উপহার পেয়ে গেলেও শনিবার তেমন কিছুই পরিকল্পনা করেননি তাঁরা, জানালেন মধুবনী।
অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমাদের বড় গাড়ির প্রয়োজন ছিল। আসলে পরিবারের সবাই মিলে ঘুরতে গেলে অসুবিধা হয়ে যায়। তাই অনেক দিনই বড় গাড়ি কেনার পরিকল্পনা ছিল। কিন্তু জন্মদিনে যে এমনটা উপহার হিসাবে পাব ভাবতে পারিনি। খুব খুশি আমি”।
কিছুদিন আগে একটি পোস্ট দিয়ে এই তারকা দম্পতি জানিয়েছিলেন, প্রায় এক দশক আগে নিসানের একটি গাড়ি কিনেছিলেন রাজা গোস্বামী। সেটিতে অনেকদিন ঘুরেছেন তাঁরা।তবে এবার গাড়িটি বিক্রি করে দিতে হয়েছে তাঁকে। এরপরেই ফের নতুন গাড়ি উপহার দিলেন তিনি স্ত্রীকে জন্মদিনে।
প্রায় ১০ বছরের প্রেম মধুবনী ঘোষ আর রাজা গোস্বামীর। তার পর ছয় বছর হয়ে গেল সংসার পেতেছেন তাঁরা। ভালোবাসা ডট কম বলে একটি সিরিয়াল থেকে আলাপ মধুবনী এবং রাজার। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে শুভ পরিণয়। তাদের ছ বছরের দাম্পত্য জীবনে একটি ছোট্ট ছেলে রয়েছে। রাজা এখন সিরিয়াল করলেও মধুবনি টেলি জগত থেকে নিজেকে সরিয়ে সম্পূর্ণ সংসারী হয়ে উঠেছেন। সময় দিচ্ছেন নিজের ছেলে কেশবকে। তবে খুব শীঘ্রই মধুবনী কে দেখা যাবে শ্যামা সিরিয়ালে।