ছেলেকে একা রেখেই মাঝরাতে বেরিয়ে পড়লেন রাজা-মধুবনী! মধ্যরাতে কোথায় গেলেন দম্পতি?

একটা সন্তানের জন্ম হয়ে গেলে স্বামী স্ত্রীর আর নিজেদেরকে সময় দেওয়ার সময় খুব একটা হয় না। সন্তান হওয়ার আগে যেভাবে নিজেরা একান্তে সময় কাটানো যায়, সন্তান হওয়ার পর যেন সব মুহূর্তই আবর্তিত হয় সন্তানকে ঘিরে। তাই একান্তভাবে নিজেদের আর সময় কাটিয়ে ওঠা হয় না। কিন্তু নিজেদের একান্তের সময় কাটানো অত্যন্ত জরুরী এমনটা জানান মনোবিদরাও। তাই এবার নিজেদেরকে সময় দিতে সন্তানকে ঘুম পাড়িয়ে মাঝ রাতেই বেরিয়ে পড়লেন তারকা দম্পতি রাজা এবং মধুবনী।
টলিউডের এক মিষ্টি জুটি রাজা ও মধুবনী। সন্তান হওয়ার পর মধুবনী আর সেভাবে কাজ করছেন না। সারাদিন ছেলেকে নিয়েই ব্যস্ত থাকেন তিনি। অপরদিকে রাজা ব্যস্ত তার শুটিং নিয়ে। ফলে নিজেদেরকে আর সেভাবে সময় দেওয়া হয়ে ওঠে না সেভাবে। তাই এবার একটু সময় বের করে মাঝরাতেই বেরিয়ে পড়লেন তারা।
নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মধুবনী। সেখানে জানিয়েছেন ছেলেকে ঠাকুমার কাছে ঘুম পাড়িয়ে রেখে এসে মাঝরাতেই লং ড্রাইভে বেরিয়ে পড়েছেন এই দম্পতি। ভিডিয়ো পোস্ট করে মধুবনী লেখেন, “কেশবকে ঘুম পাড়িয়ে ঠাকুরমার কাছে রেখে, বাইকে করে গঙ্গার ঘাটে ঘুরতে গেলাম আমরা।”
প্রায় ১০ বছরের প্রেম মধুবনী ঘোষ আর রাজা গোস্বামীর। তার পর ছয় বছর হয়ে গেল সংসার পেতেছেন তাঁরা। ভালোবাসা ডট কম বলে একটি সিরিয়াল থেকে আলাপ মধুবনী এবং রাজার। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে শুভ পরিণয়। তাদের ছ বছরের দাম্পত্য জীবনে একটি ছোট্ট ছেলে রয়েছে। রাজা এখন সিরিয়াল করলেও মধুবনি টেলি জগত থেকে নিজেকে সরিয়ে সম্পূর্ণ সংসারী হয়ে উঠেছেন। সময় দিচ্ছেন নিজের ছেলে কেশবকে।