‘পঞ্চমী’ থেকে বিরতি নিলেন রাজদীপ! দ্বন্দ্ব নাকি অন্য কিছু, নেপথ্যে কারণ কী?

সেই ওগো বধূ সুন্দরী ধারাবাহিক থেকে শুরু। তারপর আরো সিরিয়াল ওয়েব সিরিজ সিনেমা। সবেতেই হাতে খড়ি হয়েছে রাজদীপ গুপ্তর। বর্তমান সমাজের প্রিয় অভিনেতা তিনি। সম্প্রতি তাকে পঞ্চমী সিরিয়ালে দেখা যাচ্ছিল। কিন্তু সেই ধারাবাহিক থেকেই এবার সরে দাঁড়ালেন অভিনেতা। কিন্তু কেন?
পঞ্চমী সিরিয়াল থেকে তার সরে দাঁড়ানো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কেউ বলছেন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলার জন্য তিনি সরে গিয়েছেন। তবে অভিনেতা জানিয়েছেন, তার তাঁর প্লট ছিল এত পর্যন্তই। এ তিনি আগেই জানতেন, সেই ভাবেই নাকি কনট্র্যাক্ট হয়েছিল তাঁর।
ওগো বধু সুন্দরী’ দিয়েই ডেবিউ হয় রাজদীপের। এরপর বহু ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাকে। এর মধ্যে রয়েছে ‘জাপানি টয়’, ‘মিসম্যাচ’, ‘দুয়ারে বৌমা’ , ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘উত্তরন’-এর মতো জনপ্রিয় সিরিজও।
রাজদীপ জানিয়েছেন, আপাতত পরিবারকেই সময় দিতে চান তিনি। প্রসঙ্গত, সম্প্রতি মাতৃ বিয়োগ ঘটেছে অভিনেতার। ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান তিনি। সোশ্যাল মিডিয়ায় মা’য়ের সঙ্গে কাটানো স্মৃতিও শেয়ার করছিলেন অভিনেতা। প্রথম কেমো নেওয়ার পরে মায়ের জন্মদিন পালন করেছিলেন রাজদীপ।