বলিউডের প্রথম ‘স্টার’, বাবার অমতে অভিনয়! রাজেশ খান্নার স্টারডমের পেছনে রয়েছে করুণ কাহিনী

Avatar

Published on:

বলিউডের প্রথম ‘স্টার’, বাবার অমতে অভিনয়! রাজেশ খান্নার স্টারডমের পেছনে রয়েছে করুণ কাহিনী

আজ যাঁরা বড় বড় স্টার তাঁদের বেশিরভাগেরই স্টারডমের পেছনে রয়েছে কঠিন লড়াইয়ের কাহিনী। এদের মধ্যেই অন্যতম রাজেশ খান্না। রাজেশ খান্নাই ছিলেন প্রকৃত অর্থে বলিউডের প্রথম ‘স্টার’৷ তাঁর হিরো হয়ে ওঠার পেছনে রয়েছে অজানা এক গল্প। যা শুনলে চোখে জল আসবে আপনারও।

একসময় দারিদ্র এবং অভাবে ডুবেছিল তাঁর পরিবার৷ রাজেশ খান্নাকে ঠিকমতো লালন পালন না করতে পেরে শেষে মুম্বইয়ের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন তাঁর বাবা। রাজেশ একপ্রকার তাঁর বাবার ইচ্ছার বিরুদ্ধে অভিনয়কে কেরিয়ার হিসাবে বেছে নেন।

   
 ⁠

রাজেশ খান্নার প্রথম থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। তিনি ১০ বছর বয়সে থিয়েটারে অভিনয় করা শুরু করেন। স্কুল জীবনে জিতেন্দ্র তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দু’জনেই কলেজ জীবনেও চুটিয়ে থিয়েটার করেছেন।

  
 ⁠

রাজেশ খান্না রাখেন ‘অল ইন্ডিয়া ট্যালেন্ট হান্ট’-এ অংশগ্রহণ করেছিলেন, তাতে তিনি বিজয়ীও হয়েছিলেন। এর পরেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একটা সময়ে তাঁর বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন প্রডিউসাররা৷প্রথমের দিকেই তিন বছরে একটানা ১৫টি হিট ছবি দিয়েছিলেন৷ প্রায় ২০ বছর বলিউডে তাঁর একছত্র আধিপত্য ছিল৷