১০ বছর থেকে থিয়েটার, বাবার অমতে অভিনয়! চোখে জল আনবে রাজেশ খান্নার জীবন কাহিনী

Avatar

Updated on:

আজ যাঁরা বড় বড় স্টার তাঁদের বেশিরভাগেরই স্টারডমের পেছনে রয়েছে কঠিন লড়াইয়ের কাহিনী। এদের মধ্যেই অন্যতম রাজেশ খান্না। রাজেশ খান্নাই ছিলেন প্রকৃত অর্থে বলিউডের প্রথম ‘স্টার’৷ তাঁর হিরো হয়ে ওঠার পেছনে রয়েছে অজানা এক গল্প। যা শুনলে চোখে জল আসবে আপনারও।

একসময় দারিদ্র এবং অভাবে ডুবেছিল তাঁর পরিবার৷ রাজেশ খান্নাকে ঠিকমতো লালন পালন না করতে পেরে শেষে মুম্বইয়ের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন তাঁর বাবা। রাজেশ একপ্রকার তাঁর বাবার ইচ্ছার বিরুদ্ধে অভিনয়কে কেরিয়ার হিসাবে বেছে নেন।

   
 ⁠

রাজেশ খান্নার প্রথম থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। তিনি ১০ বছর বয়সে থিয়েটারে অভিনয় করা শুরু করেন। স্কুল জীবনে জিতেন্দ্র তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দু’জনেই কলেজ জীবনেও চুটিয়ে থিয়েটার করেছেন।

  
 ⁠

রাজেশ খান্না রাখেন ‘অল ইন্ডিয়া ট্যালেন্ট হান্ট’-এ অংশগ্রহণ করেছিলেন, তাতে তিনি বিজয়ীও হয়েছিলেন। এর পরেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একটা সময়ে তাঁর বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন প্রডিউসাররা৷প্রথমের দিকেই তিন বছরে একটানা ১৫টি হিট ছবি দিয়েছিলেন৷ প্রায় ২০ বছর বলিউডে তাঁর একছত্র আধিপত্য ছিল৷