কেরিয়ারের শুরুতে ৫০০ টাকার জন্য করেছিলেন এই কাজ! সেই রাজপাল যাদব আজ কাঁপাচ্ছেন পর্দা
বলিউড জগতের অন্যতম জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব। তার অভিনয় দক্ষতা সহজেই মন জয় করতে পারে অনুরাগীদের। সম্প্রতি তার মুক্তি পাওয়া অর্ধ ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এই জনপ্রিয় অভিনেতার অতীতও বেশ খানিকটা দুঃখে মোড়া।
এই সুখের দিনে এসেও নিজের লড়াই এর দিনগুলি ভুলে যাননি অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই স্ট্রাগলের দিনগুলির কথা স্মরণ করেছেন তিনি। কিভাবে সেই লড়াইয়ের দিনগুলি পেরিয়ে আজ এখানে পৌঁছেছেন সেই কথাই ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে।
অভিনেতা জানিয়েছেন, লড়াই এর দিনগুলোতে তারা চার বন্ধু একসঙ্গে থাকতেন। এই চারজন একসঙ্গেই অডিশন দিতে যেতেন। এই ঘটনা বলতে গিয়ে তিনি জানান, এক রবিবার আচমকা তারা অফার পেয়েছিলেন। যে বাড়িতে তারা থাকতেন সে নিজেই একটি টেলিফোন বুথ ছিল। সেখানেই কেউ একটা ফোন করে জানিয়ে ছিলেন মুম্বাইয়ের সূচক বাংলাতে শুটিং চলছে। সেখানে চারজন দরকার। শুধুমাত্র হাসার দৃশ্যে অভিনয় করতে হবে।
এই কথা শোনা মাত্রই তারা চার বন্ধু সূচক বাংলাতে গিয়ে হাজির হন। সেখানে তাদের চারজনের মধ্যে একজনকে সংলাপ বলতে বলা হয়েছিল বাকিদের হাসতে বলা হয়েছিল। সেই দিন হাসার অভিনয় করে ৫০০ টাকা পেয়েছিলেন রাজপাল যাদব। অভিনয় করে ওই প্রথম উপার্জন নিয়ে খুশির শেষ ছিল না অভিনেতাদের মধ্যে। অভিনেতা জানান সেই টাকা দিয়ে তারা বাড়ি ফিরে পার্টি ও করেছিলেন।