এই ছেলে নয়-ছয় করে! মেয়ের সঙ্গে অক্ষয়ের বিয়ে দিতে কেন নারাজ ছিলেন রাজেশ খান্না?

Published on:

এই ছেলে নয়-ছয় করে! মেয়ের সঙ্গে অক্ষয়ের বিয়ে দিতে কেন নারাজ ছিলেন রাজেশ খান্না?

ফিল্মফেয়ার শুট-এ টুইঙ্কলের সঙ্গে অক্ষয়ের প্রথম পরিচয়। তখন থেকেই তিনি টুইঙ্কলের মন জয় করার চেষ্টা করতে থাকেন খিলাড়ি। রাজেশ খান্নার কন্যাও সম্মতি দেন সম্পর্কে। কিন্তু রাজেশ খান্নার এই সম্পর্কে মত ছিল না। বরং তিনি অক্ষয়ের চরিত্রে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


অক্ষয় কুমার-টুইঙ্কল খন্নার বিবাহিত জীবনের বয়স ২৩ বছর। এই ২৩ বছরে বহু চড়াই উৎরাই পেরিয়ে এখনও একসঙ্গে তাঁরা। যে কোনও পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে যিনি সামাল দিয়েছেন, তিনি অক্ষয়-পত্নী টুইঙ্কল। বিয়ের পর অভিনয় ছেড়েছেন।

   
 ⁠

রাজেশ খান্না অক্ষয়ের সঙ্গে বিয়ের আগে টুইঙ্কলকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি শক্ত হাতে হাল ধরারও উপদেশ দিয়েছিলেন।অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মা ডিম্পল কাপাডিয়ার থেকেও বেশ কিছু পরামর্শ পেয়েছেন টুইঙ্কল। অক্ষয় যখন টুইঙ্কলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন এক বিশেষ পরামর্শ দিয়েছিলেন ডিম্পল।

  
 ⁠

রাজেশ খান্না মেয়েকে বলেছিলেন, “এ কখন যে কী করে বুঝি না। এই ছেলে বড্ড নয়-ছয় করে”। অপরদিকে, ডিম্পলের পরামর্শ ছিল, “এই ভাবে হবে না। আগে দু’বছর একসঙ্গে থাকো তোমরা। যদি দেখ মানিয়ে নিতে পারছ, তবেই বিয়ে করবে”।