রাখি সাওয়ান্ত, বলিউডের মির্চি গার্ল। সব সময়ই কিছু না কিছু করে শিরোনামে তিনি। শোনা গিয়েছিল ফের বিয়ের পিঁড়িতে বসতে চলছেন তিনি। তাঁর তৃতীয় বর পাকিস্তানি। নাম দোদি খান। কিন্তু এই পাত্র অস্বীকার করেন রাখীকে বিয়ে করতে। তবে শোনা গেল আবার নাকি পাকিস্তান থেকেই বিয়ের প্রস্তাব পেলেন রাখি।
জানা গিয়েছে, এবারে পাকিস্তানি যে যুবক তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছে তাঁর নাম মুফতি কবি। বিতর্কিত মন্তব্য করার জন্য প্রায়ই শিরোনামে থাকেন তিনি। সোশাল মিডিয়ায় স্পষ্ট মুফতি জানালেন, রাখিকে তাঁর দারুণ পছন্দ। রাখিকেই বিয়ে করবেন।
মুফতি বলেন, “মায়ের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলছি। মা যদি রাজি থাকেন। তাহলে ঝটপট বিয়ে করতে চাই”। তাঁর মতই রাখিও মুখের উপর বিতর্কিত কথা বলে সব সময়ই চর্চায় থাকেন। সেই কারণেই নাকি রাখীকে তাঁর বেশি পছন্দ।
রাখি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “পাকিস্তানের মানুষরা খুবই পছন্দ আমার। তবে এবার একটু ভাল করে পাত্র বেছে নিচ্ছি। কেননা, বিয়ে নিয়ে আমার পুরনো অভিজ্ঞতা একেবারেই ভাল নয়।পাকিস্তান থেকে বহু বিয়ের প্রস্তাব পাচ্ছি। পাকিস্তানের অনেক যুবকই চাইছেন আমাকে বিয়ে করতে”।