একসঙ্গে কেরিয়ার শুরু করেছি, এখন….! দীপিকা মা হতেই একী বললেন রাখি সাওয়ান্ত?

Avatar

Published on:

একসঙ্গে কেরিয়ার শুরু করেছি, এখন....! দীপিকা মা হতেই একী বললেন রাখি সাওয়ান্ত?

দুই থেকে তিন হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। শনিবার দু’জনই পৌঁছেছিলেন মুম্বইয়ের একটি প্রসিদ্ধ হাসপাতালে। সেখানেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এরপরেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা।

রণবীর দীপিকাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একরত্তির জন্য উপহার কিনছেন রাখি সাওয়ান্ত। সেখান থেকে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অভিনেত্রী সেখানে বলছেন, “রণবীর সিংহ (সঙ্গে উড়ন্ত চুম্বন)! দীপিকা! আমি মাসি হয়ে গেলাম শেষপর্যন্ত। দীপিকা, মনে আছে আমরা একসঙ্গে নাচের ক্লাস করেছি, একসঙ্গে কেরিয়ার শুরু করেছি। আপনি বড় তারকা হয়ে গেলেন, স্ত্রী হলেন, এখন তো মা হয়েছেন।”

   
 ⁠

দুবাইয়ের এক শপিংমলে সদ্যজাতের জন্য পুতুল কিনছেন তিনি। বেবি ক্যারিয়ার, স্ট্রোলার, কম্বল কিনতেও দেখা গেল তাঁকে। শ্রদ্ধা কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, অনন্যা পাণ্ডে, ঋদ্ধিমা কপূর, কৃতি শ্যানন, ইব্রাহিম আলি খান, পরিণীতি চোপড়া, শর্বরী ওয়াঘ, সোনাক্ষী সিন্হা, আথিয়া শেট্টি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

  
 ⁠

রণবীর আগেই জানিয়েছিলেন তিনি আদুরে একটা মেয়ে চান। সেই আশা পূর্ণ হয়েছে দম্পতির। তবে পড়ে রণবীর বলেন, “মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছ-বিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি। এবং তাই সেটাই মাথা পেতে নেব। ভালোবাসব নিজের জীবনের থেকেও বেশি”। রণবীর বলেছিলেন, ছেলে হোক অথবা মেয়ে— সন্তান হলে নাম রাখবেন শৌর্যবীর সিং।

ছয় বছরের সাংসারিক জীবন রণবীর- দীপিকার। তার আগেও ৬ বছরের প্রেম। প্রায় এক যুগ কাটিয়ে ফেলেছেন একসঙ্গে বলিউডের অন্যতম সুপারহিট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী বলেন, “আমাদের পেশায়, খ্যাতি ও যশের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। তবে আমার পরিবারের কোনও সদস্যই বাড়িতে আমাকে ‘তারকা’ বলে মনে করেন না। আমি ও রণবীর আমাদের সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই”।