কেরিয়ার তৈরির জন্য বিক্রি করে দেন বাড়ি! রাখি সাওয়ান্তের লড়াইয়ের কথা শোনালেন ফারহা খান

Avatar

Published on:

কেরিয়ার তৈরির জন্য বিক্রি করে দেন বাড়ি! রাখি সাওয়ান্তের লড়াইয়ের কথা শোনালেন ফারহা খান

রাখি সাওয়ান্ত, বলিউডের মির্চি গার্ল। সব সময়ই কিছু না কিছু করে শিরোনামে তিনি। এবারও প্রকাশ্যে এল তাঁর এক ঘটনা। যা ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া জুড়ে।একইসঙ্গে তাঁর তাজ্জব সকলেই।

কেরিয়ারের একেবারে শুরুর দিকে, নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি ফারহা খানের একটি রান্নার শোতে এসেছিলেন রাখি। সেখানে ফারহা এই প্রসঙ্গ তুলে জানান, “তখন সদ্য ‘ম্যায় হু না’ মুক্তি পাবে পাবে। তোর মনে আছে রাখী, তুই আমায় বলেছিলি, একটি মিউজিক ভিডিওতে নিজেকে লঞ্চ করার জন্য নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলিস তুই? আমি সেই সময়ে তোকে বলেছিলাম, তুই কি পাগল? নিজের বাড়ি বিক্রি করে কেন নিজেকে লঞ্চ করবি? আমার কল্পনারও অতীত ছিল তুই সেটা করে ফেলবি আর সেই মিউজিক ভিডিওটা এতটা জনপ্রিয় হবে”।

   
 ⁠

প্রথমে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরে জরায়ুতে টিউমার ধরা পড়ে রাখি সাওয়ান্তের। অপারেশনও হয় তার। তিনি কেমন আছেন তা জানতে উদ্বিগ্ন ভক্ত মহল। তাদের জন্য একটি ভিডিও আপলোড করেন অভিনেত্রী।

  
 ⁠

ইনস্টাগ্রামের ওই ভিডিওতে তিনি বলছেন, আগের থেকে ভাল আছেন তিনি। তবে খাওয়াদাওয়ার একগুচ্ছ বিধিনিষেধ রয়েছে।