ভারতের সিনেমার ইতিহাসে এই প্রথম! রামায়ণ তৈরির খরচ জানলে চোখ কপালে উঠবে

Avatar

Published on:

ভারতের সিনেমার ইতিহাসে এই প্রথম! রামায়ণ তৈরির খরচ জানলে চোখ কপালে উঠবে

ফের বড় পর্দায় আসছে রামায়ণ। গত বছর ‘আদিপুরুষ’ বির্তকের পর থেকে এই ছবি নিয়ে বেশ সাবধানী পরিচালক। যদিও ছবিতে কাদের নেওয়া হবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা জিইয়ে রাখতে চেয়েছেন পরিচালক। এদিকে পাহাড় প্রমাণ বাজেট নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। রামায়ণের শুধু পার্ট ওয়ান তৈরির খরচ শুনলেই চোখ কপালে উঠবে।

ইতিমধ্যেই জানা গিয়েছে সেখানে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। পাশাপাশি অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাবে সীতার ভূমিকায়। অমিতাভ বচ্চনকেও নাকি অভিনয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এরপরই জল্পনা তৈরি হচ্ছে তাঁকে কোন চরিত্রে দেখা যেতে পারে।

   
 ⁠

জানা গিয়েছে ১০০ মিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে কেবল রামায়ণের পার্ট ওয়ান। যা ভারতীয় ছবির ইতিহাসে আগে হয়নি। এক সাক্ষাৎকারে জানানো হয়েছে বিশ্বমানের ছবি বানাতে কোনও ফাঁকি দিচ্ছেন না নির্মাতারা। ৮৩৫ কোটি টাকা খরচ করা হচ্ছে। হিন্দি ছবির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তৈরি করে ৮৩৫ কোটি খরচ করে বানানো হচ্ছে রামায়ণ।

  
 ⁠

শোনা যাচ্ছে, লন্ডন ও মুম্বই মিলিয়ে ১২০ দিন ধরে শুটিং হবে।২০২৬ সালে মুক্তি পেতে পারে রামায়ণের পার্ট ১। শ্যুটিং হওয়ার পর ৬০০ দিন ধরে পোস্ট প্রোডাকশনের কাজ চলবে।