জিৎ কেন মহানায়ক সম্মান পান না? ক্ষোভ প্রকাশ করে কড়া প্রশ্ন এই প্রযোজকের

যোগ্য ব্যক্তি সম্মান পায়না, বদলে অযোগ্যদেরকেই পুরস্কার দেওয়া হয়। আপাতত এই বিতর্কেই সরগরম সোশ্যাল মিডিয়া। রাজ্য সরকারের মহানায়ক সম্মান অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। যে সমস্ত তারকারা পুরস্কার পেয়েছেন তাদের যেমন ট্রোল করা হচ্ছে, ঠিক তেমন প্রশ্ন তোলা হচ্ছে যোগ্য ব্যক্তিদের নিয়ে। এবার এই তালিকায় যোগ হল প্রযোজক রানা সরকারের নাম।
দেখা গিয়েছে রাজ্য সরকারের তরফে আয়োজিত মহানায়ক সম্মান পেয়েছেন অঙ্কুশ হাজরা শ্রাবন্তী, সায়ন্তিকা এবং শুভশ্রী। আর এর পরেই প্রযোজক রানা সরকার প্রশ্ন তুলেছেন, “জিৎ কেন মহানায়ক সম্মান পায় না”? প্রযোজকের এই পোস্টকে সমর্থন জানিয়ে বহু নেটিজেন মন্তব্য করেছেন।
নেটিজেনদের একাংশের মতে, শাসকদলের রাজনীতির সঙ্গে জিৎ কোনভাবেই যুক্ত নন বলে তাকে এভাবে ব্রাত্য করে রাখা হয়েছে।এক জিৎ ভক্ত লেখেন- ‘জিৎ তো কারুর পা চাটে না সেই কারনে পাই না সম্মান’। অপর একজন লেখেন, ‘জিৎ বিন্দুমাসির দলে নেই বলে কোনও সম্মান পায় না’।
প্রসঙ্গত, এখন বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীরাই রাজনীতিতে নাম লিখিয়েছেন। আর তার জেরেই কোনও না কোনও ভাবে তাদেরকে জড়াতে হয়েছে বিতর্কে। কিন্তু জিতের নামের সঙ্গে বিতর্ক কথাটি কখনোই জড়াইনি। কোনরকম বিতর্ক আজ অবধি ছুঁতে পারেনি তাকে।
রাজনীতি করা নিয়ে একবার মুখ খুলে ছিলেন জিৎ। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “যে কাজটা আমি পারি না সেটা করার চেষ্টাও করি না। এখন যদি আমায় কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে বলা হয়, আমি নিশ্চয়ই পারব না।” ফের, আবারও সোজা সহজ ভাষায় বিতর্ক না করেই জানিয়ে দিলেন যে এই বিষয় থেকে দুরেই থাকবেন।