সদ্য প্রেমে বিরহ থেকে ছোটপর্দার মহাদেব! চেনা যাচ্ছে এই অভিনেতাকে?

সদ্যই প্রেম ভেঙেছে তাঁর। তবে প্রেম ভাঙ্গলেও সেই বিরহ নিয়ে বসে থাকতে নারাজ অভিনেতা। এর মধ্যেই চুটিয়ে কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি নিজের ছোটবেলার এক ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছবি দেখে কি চেনা যাচ্ছে তাঁকে?
এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং ছোটবেলার ছবি আপলোড। একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের ছোটবেলার ছবি। সেখানে কাউকে চেনা গেলেও আবার অনেককেই চেনা যাচ্ছে না। অনেকেরই ছোটবেলার মুখের সঙ্গে খানিকটা মিল আছে আবার অনেকের মুখের আদল বদলে গেছে। এবার এই অভিনেতা নিজের ছোটবেলার ছবি আপলোড করেছেন। দেখুনতো চেনা যাচ্ছে কিনা তাকে?
আরও পড়ুন: আর কত কাঁদাবে আমাকে! হঠাৎ জন্মদিনে কান্নায় ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন
স্টার জলসার মহালয়ায় তাঁকে মহাদেব রূপে দেখা যাবে। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে রনজয় বিষ্ণুকে নিয়ে। এই ছবিটি অভিনেতা রনজয় বিষ্ণুর ছেলেবেলার। তখন হয়তো বয়স হবে মাত্র কয়েক মাস।একটি ছবিতে তিনি বসে তাঁর দিদার কোলে। সম্ভবত অন্নপ্রাশনের ছবি। অন্য আর একটি ছবিতে তিনি বসে গামলায়।
কিছুদিন আগেই প্রেমিকা সোহিনী সরকারের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। পাকাপাকিভাবে আলাদা হয়ে গিয়েছেন দু’জনে।জানা গিয়েছে, দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরেই মান অভিমানের পালা চলছিল। কিন্তু তার মধ্যেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন তাঁরা । শেষ পর্যন্ত তা আর হল না। তবে এর পেছনে তৃতীয় ব্যক্তির আগমন আছে বলেও মনে করা হচ্ছে।
লকডাউনের সময় তাঁরা লিভ ইন করতেন সোহিনী-রণজয়। দুজনের দুই বাড়িতেও দুজনের অবাধ যাতায়াত ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আলাদাই হয়ে গেলেন তাঁরা। কিন্তু আচমকা কেন পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তাঁরা?
আরও পড়ুন: মৃত্যুর এক বছর পর লতা মঙ্গেশকরের স্বপ্ন পূরণ করল পরিবার! কী ছিল সুরসম্রাজ্ঞীর শেষ ইচ্ছে?
অন্দরের খবর, দুজনের জীবনেই নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। আর তার জেরেই এই বিচ্ছেদ। সোহিনী সরকারের সঙ্গে নাকি তাঁর কোনও সহ অভিনেতার নাম জড়িয়েছে। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। যদিও এই নিয়ে মুখ খোলেন নি কোনও পক্ষই।