গসিপ

আমার জীবনে দুমদাম প্রেম আসে না, অন্য কারোর হতে পারে! সোহিনীকেই কি খোঁচা দিলেন রণজয়?

শোভন-সোহিনীর প্রেমের গন্ধে এখন মম করছে টলিউড। এরমধ্যেই সোহিনীকে জড়িয়ে শোভনের এক পোষ্টে সেই জল্পনা খানিকটা সত্যি হয়েছে। এরপরেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন সোহিনী প্রাক্তন রণজয় বিষ্ণু। যদিও পরে সেই কথা ম্যানেজ করার চেষ্টা করেছেন তিনি।

রণজয় বলেন, “আমি পোশাক বদলানোর মতো প্রেম বদলাতে পারি না। আমার জীবনে দুমদাম প্রেম আসে না। অন্য কারোর হতে পারে! সোহিনীকে সম্মান করি আজও”। এদিকে তিনিও প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে টলি পাড়ায়।

‘গুড্ডি’ ধারাবাহিকের নায়িকা শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তিনি প্রেম করছেন বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অভিনেতা। তিনি এই প্রসঙ্গে জানান, “আমার সঙ্গে শ্যামৌপ্তির সম্পর্ক পুরোটাই রটনা। শ্যামৌপ্তি আমার চেয়ে অনেকটাই ছোট”। যদিও বেশ কিছু জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের খুনসুটির মুহূর্তও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে, বিকেলের পড়ন্ত আলোয় সোহিনীর সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছিলেন শোভন। লেখেন, “শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।” যদিও পরে সেই ছবি ডিলিট করে দেন তিনি।

পরে পাল্টা ছবি দেন সোহিনী, আর ক্যাপশনে লিখলেন, ”তাকে খুব কাছে যেই পাই…” সঙ্গে হ্যাশট্যাগে #nohashtag। অনুরাগীদের একাংশের মত, শোভনের পোষ্টের পাল্টা জবাবই দিয়েছেন সোহিনী। যদিও এই নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন তিনি।

Back to top button