অবশেষে স্বপ্ন পূরণ! জীবনের নতুন পর্যায় শুরু করতে চলেছেন রণবীর-আলিয়া

Published on:

রণবীরের স্ত্রী নয়, বরং এই পরিচয়েই নিজেকে সকলের সামনে তুলে ধরতে চান আলিয়া

দু’বছর হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে হয়েছে। এর আগে ছয় বছর চুটিয়ে প্রেম করেছেন এই তারকা জুটি। শোনা যাচ্ছে এর মধ্যেই এক বড় ইচ্ছে পূরণ হতে চলেছে তাঁদের। জীবনের নতুন সফর শুরু করতে চলেছেন রণবীর- আলিয়া।

বহু দিন ধরেই চর্চা আলিয়া ও রণবীরের নতুন বাসস্থান নিয়ে। এই বছর দীপাবলী তাঁরা নতুন বাড়িতেই কাটাতে চলেছেন। বিয়ের পর থেকেই সেই নতুন ঠিকানার নির্মাণ দেখতে চলে যেতেন আলিয়া ও রণবীর।

   
 ⁠

অবশেষে অপেক্ষার অবসান।নতুন বাড়ির ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে। বহু দিন ধরে এই সূচনার জন্য অপেক্ষা করেছিলেন আলিয়া ও রণবীর। স্বপ্ন পূরণের পালা এবার। এই বাড়ির সঙ্গে আলাদাই আবেগ জড়িয়ে রয়েছে কাপুর পরিবারের।

  
 ⁠

শোনা যায়, রণবীর কাপুরের ঠাকুরদা রাজ কাপুরের বাংলো ছিল এটি। সেটিকেই নতুন করে তৈরি করা হল। রাজ কপূরের স্ত্রীর নাম ছিল কৃষ্ণা। এই জুটির নাম মিলিয়েই বাড়ির নাম রাখা হচ্ছে, ‘কৃষ্ণ রাজ’।

২০২২ সালের এপ্রিল মাসে মুম্বইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। বিয়ের অনেক আগে থেকেই রণবীরের সঙ্গে একত্রবাস করতেন আলিয়া। তার আগে ৫ বছর চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। বিয়ের দেড় মাসের মাথায়, ২০২২-এর জুন মাসের শেষে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন আলিয়া।