সন্তান জন্মের আগেই বেআইনি কাজ! ছবি পোস্ট হতেই বিপাকে রণবীর-দীপিকা

Avatar

Published on:

কন্যাকে আঁকড়ে ধরে দীপিকা! হাসপাতাল থেকে ভাইরাল দীপবীরের সদ্যজাতের ছবি

হাতে আর সময় নেই। সেপ্টেম্বরেই আসবে সন্তান। প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা দীপিকা।অন্তঃসত্তাকালীন অবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। তবে এবার এক কাণ্ডে বেজায় চটেছেন নেটিজেনরা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গিয়েছে তাঁর এই সিদ্ধান্তে সম্পূর্ণ সায় রয়েছে রণবীরেরও।

জন্মের আগে সন্তানের লিঙ্গ নির্ধারণ এ দেশে বেআইনি। সে আম আদমি হোক অথবা তারকা। তবে সেই নিয়মই কি এবার লঙ্ঘন করলেন তাঁরা? এই প্রশ্ন ওঠার নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। আর সেই দেখেই রেগে আগুন নেট দুনিয়া।

   
 ⁠

এক গিফট ব্র্যান্ডের তরফে দীপিকার হবু সন্তানের জন্য কিছু উপহার পাঠানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নীল রঙের ব্যান্ড দিয়ে প্যাকেট করা রয়েছে। পুরো উপহারের বাক্সটি। এখন সবাই জানে ছেলে সন্তান বোঝাতে নীল রং আর মেয়ে সন্তান বোঝাতে গোলাপী রং ব্যবহার করা হয়ে থাকে।

  
 ⁠

উপহারে নীল রঙের ব্যবহার দেখেই সকলে নিশ্চিত হয়েছেন বিদেশ থেকে সন্তানের লিঙ্গ নির্ধারণ করে এসেছেন রণবীর-দীপিকা। এই দেখেই অনেকে প্রতিবাদ জানিয়ে বলেছেন, যা করেছেন তা তো বেআইনি। অন্য দেশে অসুবিধে না থাকলেও ভুলে গেলে তো চলবে না আপনি ভারতীয় নাগরিক।