পিআর রাখা মানেই অভিনেতার মৃত্যু! রণবীরের মন্তব্যে চাঞ্চল্য

Published on:

পিআর রাখা মানেই অভিনেতার মৃত্যু! রণবীরের মন্তব্যে চাঞ্চল্য

সব অভিনেতা অভিনেত্রীদেরই পিআর থাকে। তাঁরাই সুন্দর করে গুছিয়ে দেন তারকাদের ডেইলি রুটিন। কোথায় কবে কোন শুটিং রয়েছে, কোথায় অনুষ্ঠান আছে সবটাই গুছিয়ে দেন এই পিআরেরা। আর ঠিক এই বিষয়টিই অপছন্দের রণবীর কাপুরের।

রণবীর কাপুর জানান, “যখনই একজন পিআরকে রাখা হয় তখনই এক অভিনেতার মৃত্যু ঘটে। কারণ তাঁরা অভিনেতাদের জীবনটা সাজিয়ে দেন। যেমনটা দেখানো হয়, তেমনটাই সকলে দেখে। তেমনভাবে অভিনেতাকে চিন্তে শুরু করে। আর তখনই এক অভিনেতা ব্যক্তি আমিকে হারিয়ে ফেলে”।

   
 ⁠

রণবীরের কথায়, “যেমন বিভিন্ন ইভেন্টে পরিকল্পনা করে হাজির হওয়া। যেটা পিআরদের কথায় করে থাকেন অভিনেতারা, সেটা তো তাঁদের ব্যক্তি সিদ্ধান্ত থাকে না। অথচ দর্শকেরা দেখলেন, তিনি এই দান খয়রাতের সঙ্গে যুক্ত। কিন্তু আসলে তিনি এমনটা নয়। তাঁকে এমনভাবে সাজিয়ে তোলা হয়। আমি যেমন আমি সকলের সামনে তেমনই থাকতে চাই”।

  
 ⁠

ফের বড় পর্দায় আসছে রামায়ণ। সেখানে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে।একেবারে নিজের ভোল পাল্টে ফেলেছেন রণবীর কাপুর রামের চরিত্র করার জন্য। শোনা যাচ্ছে, রামের অবতারে অভিনয়ের জন্য নাকি বিশেষ মেডিটেশনও করছেন তিনি। মেয়ের জন্মের পর থেকেই নাকি নিরামিষ ডায়েটে থাকতেন রণবীর। এবার পুরোপুরি নিরামিষ খাচ্ছেন।