আমি প্রতারক! দীপিকা-ক্যাটরিনাকে ডেট করা নিয়ে মুখ খুললেন রণবীর

Avatar

Published on:

আমি প্রতারক! দীপিকা-ক্যাটরিনাকে ডেট করা নিয়ে মুখ খুললেন রণবীর

রণবীরের সঙ্গে ক্যাটরিনা, দীপিকা পাড়ুকোন সহ অনেকেরই নাম জড়িয়েছিল। যদিও বাকি সবাইকে পেছনে ফেলে আলিয়া ভাটকে বিয়ে করেছেন তিনি। কিন্তু এখনও তাঁকে চরিত্রহীন বলে দাগিয়ে দেওয়া হয়। এবার এই নিয়ে মুখ খুললেন তিনি। একসঙ্গে কি ক্যাটরিনা ও দীপিকাকে ডেট করেছেন তিনি?

প্রায় একদশক পর আবার কোনও পডকাস্ট অনুষ্ঠানে সাক্ষাৎকার দেবেন তিনি। এপিসোডের ট্রেলর মুক্তি পেয়েছে সবে। তাতেই দুই সফল অভিনেত্রীর ডেটিং নিয়ে কথা বলতে দেখা যায় রণবীরকে। কথা শুনেই বোঝা যাচ্ছে নিঃসন্দেহে এরা দুজন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন।

   
 ⁠

রণবীর বলেন, “আমি দু’জন সফল অভিনেত্রীর সাথে ডেট করেছি এবং কোনোভাবে আমার পরিচয় হয়ে উঠেছে। আমি একজন ক্যাসানোভা। আমার জীবনের একটি বড় অংশের জন্য আমাকে প্রতারক হিসাবে চিহ্নিত করা হয়েছিল বা আমি এখনও আছি”। রকস্টার অভিনেতা এর আগে কখনই নিশ্চিত করেননি যে তিনি আসলে কোন অভিনেত্রীর সাথে ডেট করেছেন। কিন্তু এখন শেষ পর্যন্ত, আরকে এখানে দুটি নাম দিতে রাজি হয়েছেন। তাই পুরো এপিসোড দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

  
 ⁠

বি টাউনে রণবীরকে নিয়ে বিতর্ক কম নেই। তার চরিত্র থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত দিক বারবার চর্চার শিরোনামে উঠে আসে। এবার এই বিষয় নিয়েও মুখ খুললেন স্ত্রী আলিয়া। বলেন, “রণবীরকে নিয়ে কয়েক ডজন লেখা বেরিয়েছে যে ওর স্বভাব কতটা খারাপ, এই, সেই! আমি তো অবাক। দুনিয়ায় এত কিছু ঘটছে, যা নিয়ে লেখা দরকার। তা না করে দু’জন মানুষের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এত কাটাছেঁড়া চলছে”।