রণবীরের দুর্বলতার সুযোগ নেন দীপিকা! বাড়িতে কী কাণ্ড ঘটান তিনি জানেন?

Published on:

রণবীরের দুর্বলতার সুযোগ নেন দীপিকা! বাড়িতে কী কাণ্ড ঘটান তিনি জানেন?

ছয় বছরের সাংসারিক জীবন। তার আগেও ৬ বছরের প্রেম। প্রায় এক যুগ কাটিয়ে ফেলেছেন একসঙ্গে বলিউডের অন্যতম সুপারহিট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পরিবারে নতুন অতিথির অপেক্ষায় এই তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন ঘরের এক গোপন কথা।

দীপিকা বলেন, রণবীর নাকি তাঁকে নিজের বাবা মায়ের থেকেও বেশি ভয় পান। আর এর সুযোগ নেন দীপিকা। তিনিই বেশ শাসনে, সামলে রাখেন রণবীরকে। অবশ্যই তাঁর ভালর জন্যই। এমনকি কোনও কাজ রণবীরকে দিয়ে করাতে হলেও, তাঁর বাবা-মা এবং অন্যান্য আত্মীয়রাও দীপিকাকেই ফোন করেন। তাঁর কাছে আর্জি জানান।

   
 ⁠

বিয়ের ছয় বছর পর এবার দুই থেকে তিন হওয়ার পালা এই তারকা দম্পতির। এই প্রসঙ্গে দীপিকা বলেছিলেন, “রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা এখন নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে খুব খুশি”।

  
 ⁠

বলিউডের আইডিয়াল জুটিগুলির মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর জুটি। রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বেশ খানিকটা মুষড়ে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। তখনই তার জীবনে আসেন রণবীর সিং। এরপরই ভীষণভাবে রঙিন হয়ে ওঠে তাদের সম্পর্ক। ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।