সিনেমা

চোখে চশমা, হাফপ্যান্ট, হাতে বন্দুক! চিনতে পারছেন এই খুদে ডনকে? এখন বিখ্যাত অভিনেতা তিনি

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে যাকনা কেন বারবার ফিরে যেতে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার এক ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।

এই ছবিতে দেখা যাচ্ছে হাতে বন্দুক, চোখে চশমা, হাফপ্যান্ট পরে মিষ্টি এক খুদেকে। দেখে কি চিনতে পারছেন ইনি কে? না চেনার উপায় নেই। ইনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। ছোট বেলা থেকেই এত সুন্দর ছিলেন তিনি সকলেই প্রশংসা করেছে।

বন্দুক হাতে তাঁর এই ছবি দেখে সকলেই ভিড়মি খেয়েছেন। পড়ে দারুন পোজ দিয়েছেন অভিনেত্রী। তাঁকে নীল-সাদা জামা প্যান্ট পরে কখনও সানগ্লাস চোখে, কখনও বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই মিষ্টি ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তবে ছোটবেলার মুখের সঙ্গে বড় বেলার মুখের তার খুব একটা পার্থক্য কিন্তু হয়নি।

শুধু ছবি পোস্ট নয়, সঙ্গে লম্বা বার্তাও দিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, “ঈশ্বর! আমি বহু বহুদিন ধরে এটা করার স্বপ্ন দেখেছি। ছোটবেলা থেকেই আমি ভীষণ সিনেমার পোকা ছিলাম। আর অন্যান্যদের মতো আমিও হিন্দি সিনেমার দুই মহারথী অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের প্রেমে পড়ি। ছোট থেকেই সব সময় চেয়ে এসেছি যে আমি যেন ওঁদের মতো হতে পারি। সত্যি বলতে ওঁদের দেখেই আমি হিরো, বলা ভালো হিন্দি ছবির হিরো হতে চেয়েছি। আমার জীবনে ওঁদের প্রভাব কী আর কতটা বলতে পারব না”।

তিনি আরও লেখেন, “আমি অভিনেতা বা মানুষ হিসেবে যা যতটা ওঁদের দেখেই শিখেছি। ওঁদের করে আসা কাজ এবার আমি এগিয়ে নিয়ে যাব, এটা যেন মনে হচ্ছে আমার ছেলেবেলার স্বপ্নপূরণ”।প্রসঙ্গত, ফারহান আখতার প্রথম প্রকাশ্যে আনেন যে ‘ডন ৩’ আসছে, ‘নতুন যুগের সূচনা হবে’ এবার। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে টিজার। সেখানে ডনের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে।

Back to top button