শুধুই কি মহিলারা নাকি পুরুষরাও হেনস্থার শিকার হন? নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন রণবীর

Avatar

Published on:

শুধুই কি মহিলারা নাকি পুরুষরাও হেনস্থার শিকার হন? নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন রণবীর

সিনেমা জগতে অশ্লীল প্রস্তাব পাওয়া নতুন কোন ঘটনা নয়। কাজের জন্য বহু নায়িকাদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। টলিউড হোক কিংবা বলিউড সব জায়গাতেই এই সমস্যা রয়েছে। তবে শুধু কি মহিলাদেরই এই পরিস্থিতিতে পড়তে হয় নাকি তার শিকার হতে হয় পুরুষদের এই হেনস্থার শিকার হতে হয়? এই নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন রণবীর সিং।

রণবীর সিংকে প্রথম থেকেই বেজায় স্ট্রাগেল করতে হয়েছে এই অভিনেতাকে। কেরিয়ারের শুরুতেই বাজিমাত করলেও প্রথম ৩ বছর ভালই স্ট্রাগল করতে হয়েছিল অভিনেতাকে। ছবির প্রস্তাব পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন তিনি। কাস্টিং কাউচ বিষয়টা সম্পর্কে তখনও তিনি অবগত নন।

   
 ⁠

অভিনেতা জানান, একবার সিনেমার জন্য এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে পাঠান। তার কথা মত সেই জায়গায় যান তিনি। তবে জায়গাটি দেখে তার সুবিধের মনে হয়নি। তিনি বুঝতে পারছিলেন বিষয়টা ঠিক হচ্ছে না। তাও তিনি সেখানে গিয়ে কথা বলার চেষ্টা করেন।

  
 ⁠

এরপরে সেখানেই তাকে প্রশ্ন করা হয় তিনি স্মার্ট ওয়ার্কার নাকি হার্ড ওয়ার্কার। রণবীর বলেছিলেন তিনি মোটেও স্মার্ট ওয়ার্কার নন বরং তিনি হার্ড ওয়ার্কার। এই উত্তর তাঁদের পছন্দ না হলে রণবীরকে নিয়ে তাঁরা হাসাহাসি করতে থাকেন। এরপরেই তিনি সেখান থেকে একপ্রকার পালিয়ে বেরিয়ে আসেন।