কখনোই আর দ্বিতীয় সন্তান জন্ম দিতে পারবেন না রানী! আক্ষেপে ভেঙে পড়লেন অভিনেত্রী

Published on:

কখনোই আর দ্বিতীয় সন্তান জন্ম দিতে পারবেন না রানী! আক্ষেপে ভেঙে পড়লেন অভিনেত্রী

নিজের অভিনয়ের দক্ষতার গুনে মন জয় করেছেন অনুরাগীদের। কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেই সব কটি ছবি হয়েছে সুপারহিট। নিজেকে অন্য ধারার ছবিতে প্রমাণ করে পৌঁছেছেন জনপ্রিয়তা শিখরে। কথা হচ্ছে রানী মুখার্জিকে নিয়ে। তবে সম্প্রতি নিজের জীবনের এক কালো অধ্যায়ের কথা জানিয়েছেন রানী মুখার্জি।

রানী মুখার্জি জানান, আদিরার জন্মের পর ফের একবার গর্ভবতী হয়েছিলেন তিনি। কিন্তু কোনও কারণে পাঁচ মাস চলাকালীন অবস্থায় গর্ভেই মারা যায় সেই সন্তান। ভেঙে পড়েছিলেন রানি।কিন্তু কাউকে জানাননি সে কথা।

   
 ⁠

এই ঘটনার দশ দিন পরেই মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ের অফার আসে তার কাছে। সেখানেও সেই সন্তানকে ফিরে পেতে মাতৃত্বের লড়াই। নরওয়ের প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হয় নিজের দুই সন্তানের হেফাজতের জন্য।

  
 ⁠

রানি জানান, আর সন্তানের জন্ম দেওয়ার মতো বয়স তাঁর নেই। আদিরাকে যে তিনি কোনওদিন ভাই বা বোন দিতে পারবেন না, এটা ভাবলেই তাঁর মন ভেঙে যায়। অভিনেত্রীর কথায়, “কী পাওয়া যায়নি, তা নিয়ে শোক করার বদলে যা পাওয়া গিয়েছে তা নিয়ে খুশি থাকতে পারাই জীবনের সবচেয়ে বড় কাজ”।