সিনেমা

গর্ভে মৃত্যু সন্তানের, তারপর ফের মা হন রানী! মানসিক যন্ত্রণার কথা শোনালেন অভিনেত্রী

নিজের অভিনয়ের দক্ষতার গুনে মন জয় করেছেন অনুরাগীদের। কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেই সব কটি ছবি হয়েছে সুপারহিট। নিজেকে অন্য ধারার ছবিতে প্রমাণ করে পৌঁছেছেন জনপ্রিয়তা শিখরে। কথা হচ্ছে রানী মুখার্জিকে নিয়ে। তবে সম্প্রতি নিজের জীবনের এক কালো অধ্যায়ের কথা জানিয়েছেন রানী মুখার্জি।

রানী মুখার্জি জানান, আদিরার জন্মের পর ফের একবার গর্ভবতী হয়েছিলেন তিনি। কিন্তু কোনও কারণে পাঁচ মাস চলাকালীন অবস্থায় গর্ভেই মারা যায় সেই সন্তান। ভেঙে পড়েছিলেন রানি।কিন্তু কাউকে জানাননি সে কথা।

এই ঘটনার দশ দিন পরেই মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ের অফার আসে তার কাছে। সেখানেও সেই সন্তানকে ফিরে পেতে মাতৃত্বের লড়াই। নরওয়ের প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হয় নিজের দুই সন্তানের হেফাজতের জন্য।

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নের স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন রানী মুখার্জি। ওই অনুষ্ঠানেই নিজের এই অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। নিজের সন্তান হারানোর সঙ্গে গল্পকে অনেকটাই একাত্ম করতে পারেন তিনি।

সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে রানী মুখার্জির অভিনয় চোখে জল এনেছে দর্শকদের। এমনকি ছবির সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন খোদ অভিনেত্রী নিজেই। বেশ কিছুদিন পর ক্যামেরার সামনে ফিরে এসে এই ছবির সাফল্য তাকে দিয়েছে পুরনো আত্মবিশ্বাস। তাই ফের আবার কবে ক্যামেরার সামনে দাঁড়াবেন সেই আশাতেই রয়েছেন অভিনেত্রী।

এর আগে মর্দানি করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এমনকি মর্দানি ২ করেও দর্শকদের মন কেড়েছিলেন রানী মুখার্জি। যদিও প্রথম ছবির মত নজর করা হয়নি দ্বিতীয়টি। তাও এবার মর্দানির তৃতীয় পার্টির জন্য মুখিয়ে রয়েছেন রানী মুখোপাধ্যায়ের অনুরাগীরা।

Back to top button