গসিপ

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন! কালীপুজোয় সৌম্যর সঙ্গে ছবি দিয়ে জল্পনা বাড়ালেন রণিতা

টলি পাড়ায় বিচ্ছেদের সুর অব্যাহত। একের পর এক পুরনো জুটির ভাঙনের গল্পে ঢেকে গিয়েছে টালিগঞ্জ। রণিতা ও সৌপ্তিকের মধ্যেও সেই বিচ্ছেদের গল্প শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। কিন্তু এর মধ্যেই রণিতার এক ছবি দেখে বাড়ল জল্পনা।

কালী পুজোর দিন পর্দার বাহামণিকে দেখা গেল অন্য এক অভিনেতার সঙ্গে। ম্যাচিং পোশাকে দু’জনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়েছেন তিনি। এই ছবি পোস্ট হতেই বেড়েছে জল্পনা। তাহলে কি সৌম্যর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়াচ্ছেন অভিনেত্রী?

যদিও এই প্রসঙ্গে সৌম্য জানিয়েছেন, “এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পেজের জন্য তৈরি রিল ভিডিয়ো। আমরা অনেক দিন আগে একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম। আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব রয়েছে আর কিছু না”।

খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল ইষ্টিকুটুম সিরিয়াল। আদিবাসী মেয়ের চরিত্রে নিজেকে একেবারে পুঙ্খনাপুঙ্খভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দার বাহামনি তথা রনিতা। কিন্তু অভিনয়ের মাঝপথেই সিরিয়াল ছেড়ে দেন তিনি। যা নিয়ে শুরু হয়েছিল জল্পনা।

বাহামনি সিরিয়াল রমরমিয়ে চলার মাঝখানে হঠাৎ সিরিয়াল থেকে অব্যাহতি নেন নবাগতা অভিনেত্রী রনিতা। নতুন বাহামণি হিসেবে তাই রাতারাতি গল্পে এসেছিল নতুন মুখ। ইষ্টিকুটুম ধারাবাহিক ছেড়ে দেওয়াতে রনিতাকে নিয়ে অনেক প্রশ্ন দানা বেঁধেছিল দর্শকদের মনে।

Back to top button