গসিপ

১৩ বছরের সম্পর্কে ইতি! কী কারণে বিচ্ছেদ? মুখ খুললেন রনিতা

প্রায় দীর্ঘ এক যুগের সম্পর্ক তাদের। কিন্তু সেই সম্পর্কেই ভাঙন ধরেছে বলে শোনা যাচ্ছে। যদিও অভিনেতা গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। তাও শোনা যাচ্ছে তৃতীয় ব্যক্তির আগমনেই সম্পর্কের অবনতি হয়েছে। কথা হচ্ছে রনিতা ও সৌপ্তিককে নিয়ে।

ধন্যি মেয়ে’ ধারাবাহিক দিয়ে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। সেখান থেকেই সম্পর্ক গড়ে উঠেছিল। বন্ধুত্ব থেকে প্রেম হয়েছিল। এরপর কেটেছে ১২টা বছর। তবে, শেষ কিছুদিনে জানা গিয়েছে দুজনের মধ্যে নাকি বিচ্ছেদ ঘটেছে। প্রেমের সম্পর্ক থেকে নাকি বেড়িয়ে এসেছেন তাঁরা। যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ কোনও পক্ষই।

তবে সম্প্রতি এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমার মনে হয় কোনও কিছু সঠিক ভাবে না চললে সেটাকে টেনে লম্বা করার কোনও মানে নেই। সেটাকে একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় রাখা উচিত। কারণ সেটা যত বাড়ানো হবে ততই তিক্ততা বাড়বে”।

টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, তৃতীয় ব্যাক্তির আগমনেই নাকি এই কাণ্ড ঘটেছে। ঋজু অর্থাৎ সৌপ্তিক নাকি প্রেমে পড়েছেন টলিপাড়ার এক অভিনেত্রীর। যেকারণেই আজ ভাঙন ধরেছে তাঁদের সম্পর্কে। তবে অভিনেতা জানিয়েছেন, সবকিছুই মিথ্যে। আগামীতেই জানা যাবে সত্যিটা।

অন্যদিকে, রনিতা এই প্রসঙ্গে জানান, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা চাইনা। প্রসঙ্গত, শোনা গিয়েছিল শারীরিক অসুস্থতার কারণেই ইষ্টিকুটুম সিরিয়াল ছেড়ে দিয়েছেন তিনি। তবে এরপর জল নুপুর সিরিয়ালে অভিনয় করা মুখ্য চরিত্র রনিতার প্রেমিক সৌপ্তিক চক্রবর্তীও যখন একই সময়ে ওই সিরিয়াল থেকে বেরিয়ে আসেন তখন শুরু হয় জল্পনা।

Back to top button