বিনোদন

অশালীন চরিত্রে আপত্তি, বাপ-ব্যাটায় দেখতে পারবেনা এমন ছবি করবো না! চরিত্র বাছাই নিয়ে মুখ খুললেন রঞ্জিত মল্লিক

এবার অবশেষে অবসর নিতে চলেছেন রঞ্জিত মল্লিক। তবে এই অবসর একটু অন্য ধরনের। সিনেমা জগৎ থেকে অবশ্য অবসর নিচ্ছেন না বরং সিনেমা করেই অবসর নিচ্ছেন বাংলার বেল্ট ম্যান। চলতি সপ্তাহে নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে রঞ্জিত মল্লিকের। দীর্ঘদিন পর ফের তাকে দেখা যাবে অভিনয় করতে।

সুরিন্দার ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে নতুন একটি ওয়েব সিরিজ। সেখানে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। অবিনাশ ঘোষের রিটায়ারমেন্ট প্ল্যানকে কেন্দ্র করেই গল্প সাজানো হয়েছে। এই ওয়েব সিরিজে দেখা যাবে কোয়েল মল্লিককেও।

কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার বিষয়ে রঞ্জিত মল্লিক জানান, “আমি তো মাঝে সাত বছর অবসর জীবনেই ছিলাম। একটা ছবিও করিনি। দর্শকের দাবি মেনে বছরে এক-দু’বার মুখ দেখালেই তাঁরা খুশি। আমিও মেনে নিয়েছি”। দর্শকদের আবদার এই তিনি ফের পর্দায় ফিরেছেন বলেও জানান।

অন্যদিকে বর্তমানে যেভাবে সিনেমার কাহিনীর ধারা বদলাচ্ছে তাতে বেশিরভাগ ওয়েব সিরিজেই যৌন দৃশ্য কিংবা এমন কোন দৃশ্য থাকে যা হয়তো পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। এই বিষয়ে প্রবীণ অভিনেতা বলেন, “আমরা পারিবারিক ছবিতে অভিনয় করে বড় হয়েছি। বাপ-ব্যাটায় বসে দেখতে পারবে না, এ রকম কোনও ছবিতে আমি অভিনয় করবই না। ৫০ বছরের অভিনয় জীবনে বিভিন্ন বয়সি দর্শকের কাছে এখনও যে ভালবাসা পেয়েছি, তার অমর্যাদা করতে পারবো না”।

প্রসঙ্গত, হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এই ওয়েব সিরিজ আসতে চলেছে।১১ আগস্ট থেকে আড্ডাটাইমস প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’। মোশন পোস্টারে রঞ্জিত মল্লিকের ছবি-সহ একটি আইকার্ড দেখা যাচ্ছে। মোশন পোস্টারের ক্যাপশনে নাম রয়েছে অনুরাধা রায়, অদ্রিজা রায়, আরিয়ান ভৌমিক ও ইন্দ্রজিৎ লাহিড়ির।

Back to top button