সিনেমা

এখনই কি অবসর নিচ্ছেন? বিনোদন জগত থেকে রিটায়ারমেন্ট নিয়ে মুখ খুললেন রঞ্জিত মল্লিক

এবার অবশেষে অবসর নিতে চলেছেন রঞ্জিত মল্লিক। তবে এই অবসর একটু অন্য ধরনের। সিনেমা জগৎ থেকে অবশ্য অবসর নিচ্ছেন না বরং সিনেমা করেই অবসর নিচ্ছেন বাংলার বেল্ট ম্যান। একটু কি খটোমটো লাগছে ব্যাপারটা? তাহলে খুলে বলা যাক।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে নতুন একটি ওয়েব সিরিজ। সেখানে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। অবিনাশ ঘোষের রিটায়ারমেন্ট প্ল্যানকে কেন্দ্র করেই গল্প সাজানো হয়েছে। এই ওয়েব সিরিজে দেখা যাবে কোয়েল মল্লিককেও।

ইতিমধ্যেই এই ওয়েব সিরিজের মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এই ওয়েব সিরিজ আসতে চলেছে।১১ আগস্ট থেকে আড্ডাটাইমস প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’।

মোশন পোস্টারে রঞ্জিত মল্লিকের ছবি-সহ একটি আইকার্ড দেখা যাচ্ছে। মোশন পোস্টারের ক্যাপশনে নাম রয়েছে অনুরাধা রায় অদ্রিজা রায়, আরিয়ান ভৌমিক ও ইন্দ্রজিৎ লাহিড়ির। শুক্রবারই প্রকাশ্যে এসেছে ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এর মোশন পোস্টার।

Back to top button