মায়ের থেকেই এই বৈশিষ্ট্য পেয়েছে কোয়েল! মেয়ের আজব স্বভাবের কথা ফাঁস রঞ্জিত মল্লিকের

Published on:

মায়ের থেকেই এই বৈশিষ্ট্য পেয়েছে কোয়েল! মেয়ের আজব স্বভাবের কথা ফাঁস রঞ্জিত মল্লিকের

কোয়েল মল্লিক টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কিছুদিন বিরতির পর ফের আবার চুটিয়ে অভিনয় করছেন তিনি। নিজের ছক ভেঙে অন্য ধরনের সিনেমাতেও দেখা মিলছে তাঁর। পুজোতে মুক্তি পাবে তাঁর মিতিন মাসি। এখন আপাতত সেই ছবির কাজেই ব্যস্ত অভিনেত্রী। এবার তাঁর স্বভাব নিয়ে মুখ খুললেন তাঁর বাবা রঞ্জিত মল্লিক।

মেয়ের সঙ্গে দারুন খুনসুটির সম্পর্ক তাঁর। একটি টক শোতে এসে মেয়ের এক বিশেষ স্বভাব নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা। জানালেন, কোয়েল বড্ড দেরী করে। তবে এই স্বভাব সে তাঁর মায়ের কাছ থেকেই পেয়েছে বলেও জানান তিনি। কিন্তু এই কথার তীব্র প্রতিবাদ করেন কোয়েল।

   
 ⁠

ইন্ডাস্ট্রিতে যে গুটি কয়েক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাঁদের ঘিরে এখনও বিতর্ক দানা বাঁধতে পারে নি তাদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। স্বচ্ছ অভিনয় ও ভাবমূর্তি নিয়ে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এখন অবশ্যই তাঁর প্রথম প্রায়োরিটি তাঁর ছেলে। কাজও করছেন খুব বাছাই করেই।

  
 ⁠

প্রসঙ্গত, বলিউডেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেই সুযোগ এসেছিল কিসিং স্টার ইমরান হাসমির বিপরীতে অভিনয় করার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

জানা যায়, কেরিয়ারের প্রথম লগ্নেই ইমরান হাসমির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। ইমরান হাসমির হিট হওয়া অন্যতম এক ছবি হল গ্যাংস্টার। এই ছবির প্রথম প্রস্তাবই গিয়েছিল কোয়েলের কাছে। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এর পর সেই প্রস্তাব দেওয়া হয় কঙ্গনা রানাওয়াত।