সন্তান জন্মের পরেই ছাড়লেন পুরোনো বাড়ি! হঠাৎ কী হল রণবীর-দীপিকার?

Avatar

Published on:

সন্তান জন্মের পরেই ছাড়লেন পুরোনো বাড়ি! হঠাৎ কী হল রণবীর-দীপিকার?

দুই থেকে তিন হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। শনিবার দু’জনই পৌঁছেছিলেন মুম্বইয়ের একটি প্রসিদ্ধ হাসপাতালে। সেখানেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এরপরেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। এবার বাড়ি এসে এক অন্য সিদ্ধান্ত নিলেন এই তারকা দম্পতি।

সাগর রেশম আবাসনের ১৫ তলায় এই ফ্ল্যাট কিনেছেন তাঁরা। তাঁদের ফ্ল্যাটের পাশেই রণবীরের মা অঞ্জু ভবনানির বাড়ি। বিলাসবহুল এই বাড়ির দাম ১৭.৮ কোটি টাকা। বহুতল থেকে দেখা যায় সমুদ্রও। এই ফ্ল্যাটের আয়তন ১৮৪৫ বর্গফুট। এই এলাকায় প্রতি বর্গফুটের দাম ৯৬,৪০০ টাকা।

   
 ⁠

বাড়ি ফিরেই ইন্সটাগ্রামে নিজের বায়ো চেঞ্জ করলেন দীপিকা। লিখলেন, “ফিড, বার্প, স্লিপ, রিপিট”। যা বাংলায় করলে মানে দাঁড়ায় খাওয়াও, ঢেঁকুর তোলাও , ঘুম পাড়াও আবার সেই কাজটাই করো। এখন পুরোপুরি ভাবে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চাইছেন অভিনেত্রী।

  
 ⁠

সন্তান প্রসবের পর কোনও রকম ন্যানি রাখার বিপক্ষে দীপিকা। নিজের হাতে সদ্যজাতের যাবতীয় কাজ করে মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিতে চান তিনি। নিজেই দেখাশোনা করবেন মেয়ের।

জানা যাচ্ছে, রণবীর কাপুর-আলিয়া ভাট অথবা বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মতো এখনই মেয়ের ছবি সামনে আনবেন না দীপিকা ও রণবীর।শোনা যাচ্ছে আপাতত মাস ছয়েকের ব্রেক নিয়েছেন দীপিকাও। মেয়েকে বড় করে তোলাই এখন একমাত্র লক্ষ্য তাঁর।