টাটার কোটি টাকার হোটেলই স্থায়ী বাসস্থান সারমেয়দের! শিল্পপতিকে কুর্নিশ গোটা দুনিয়ার

Avatar

Published on:

টাটার কোটি টাকার হোটেলই স্থায়ী বাসস্থান সারমেয়দের! শিল্পপতিকে কুর্নিশ গোটা দুনিয়ার

ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম স্বনামধন্য শিল্পপতি রতন টাটা। তার জীবন নিয়ে আগ্রহ কম বেশি সকলেরই রয়েছে। এমনকি তিনি কখন কী বার্তা দেন সেদিকেও তাকিয়ে থাকেন সকলেই। তাঁর পশু প্রেমও সকলেই জানেন। এবার তাঁর আরও এক মহানুভবতার কাহিনী সামনে এল।

রুবি খান নামের এক লিঙ্কডইন ব্যবহারকারীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। সেখানে রুবি একটি পথ কুকুরের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, তাজ হোটেলের বাইরে একটি কুকুর ঘুমোচ্ছে। এই ছবির সঙ্গে বিশেষ একটি লেখা জুড়েছেন তিনি। তার আগে খোঁজ নিয়ে রুবি জানতে পেরেছেন, কুকুরটি জন্মের পর থেকেই সেখানে রয়েছে। হোটেলের কোন কর্মী কুকুরটিকে সেখান থেকে তাড়াতে সাহস করে না।

   
 ⁠

ওই পোস্টে রুবি লেখেন, “আমি কৌতূহল বশত হোটেলের কর্মীদের কাছে কুকুরটি সম্পর্কে জিজ্ঞাসা করি এবং আমি জানতে পারি কুকুরটি জন্ম থেকেই হোটেল প্রাঙ্গনেই থাকে। রতন টাটার নির্দেশ এই ধরণের আশ্রয়হীন প্রাণীদের কোন ভাবেই সেখান থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। তাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে”।

  
 ⁠

প্রসঙ্গত, আগেও একবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে রতন টাটা লিখেছিলেন, “এই বর্ষায় গাড়ি চালানোর আগে ভাল করে গাড়ির নিচে দেখে নিন, বৃষ্টি এড়াতে কোনো কুকুর বা পশু সেখানে আশ্রয় নিয়েছে কিনা!আপনি যদি গাড়ির নিচ ভাল করে খেয়াল না করেন, তাহলে আপনার গাড়ির নীচে আশ্রয় নেওয়া কোন প্রাণী আহত, পঙ্গু এবং এমনকি মারাও যেতে পারে”। অর্থাৎ গাড়ি চালাতে গিয়ে যাতে কোনও অবলা প্রাণীর প্রাণ না যায় সেই আবেদন করেছেন তিনি।

প্রসঙ্গত, রতন টাটার ম্যানেজার শান্তনু নাইডু ২০১৯ সালে পথ কুকুরদের বাঁচাতে রেডিয়াম কলার বেল্টে লাগানোর উদ্যোগও নেন। মুম্বইতে টাটা গ্রুপের সদর দফতরে কুকুরদের জন্য একটি ঘর বরাদ্দ আছে। সেখানে কুকুরদের স্নান করানোর জন্য একটি ঘরও আছে আলাদা। প্রত্যেক শনিবার সেখানে পথ কুকুরদের স্নান করানো হয়। হোটেল তাজের রান্নাঘর থেকে প্রতিদিন পথকুকুরদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে।