অফবিট

শিল্পপতির কাতর আবেদন! আমজনতার কাছে কী চাইলেন রতন টাটা?

ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম স্বনামধন্য শিল্পপতি রতন টাটা। তার জীবন নিয়ে যারা আগ্রহ কম বেশি সকলেরই হয়েছে। এমনকি তিনি কখন কী বার্তা দেন সেদিকেও তাকিয়ে থাকেন সকলেই। এবার আমজনতার কাছে এক আবেদন করে বসলেন এই শিল্পপতি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আবেদন করেন তিনি।

   

নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে রতন টাটা লিখেছেন, “এই বর্ষায় গাড়ি চালানোর আগে ভাল করে গাড়ির নিচে দেখে নিন, বৃষ্টি এড়াতে কোনো কুকুর বা পশু সেখানে আশ্রয় নিয়েছে কিনা!আপনি যদি গাড়ির নিচ ভাল করে কেয়াল না করেন, তাহলে আপনার গাড়ির নীচে আশ্রয় নেওয়া কোন প্রাণী আহত, পঙ্গু এবং এমনকি মারাও যেতে পারে”। অর্থাৎ গাড়ি চালাতে গিয়ে যাতে কোনও অবলা প্রাণীর প্রাণ না যায় সেই আবেদন করেছেন তিনি।

প্রসঙ্গত, রতন টাটার ম্যানেজার শান্তনু নাইডু ২০১৯ সালে পথ কুকুরদের বাঁচাতে রেডিয়াম কলার বেল্টে লাগানোর উদ্যোগও নেন। মুম্বইতে টাটা গ্রুপের সদর দফতরে কুকুরদের জন্য একটি ঘর বরাদ্দ আছে। সেখানে কুকুরদের স্নান করানোর জন্য একটি ঘরও আছে আলাদা। প্রত্যেক শনিবার সেখানে পথ কুকুরদের স্নান করানো হয়। হোটেল তাজের রান্নাঘর থেকে প্রতিদিন পথকুকুরদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে।

এদিকে তার এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। টুইটার এবং ইনস্টাগ্রামে এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। শিল্প পতির প্রতি ভালবাসা জানিয়েছেন নেটিজেনরা। এত বড় শিল্পপতি হয়েও যে তিনি এই টুকরো টুকরো বিষয়গুলো খেয়াল রাখেন তাতেই সাধুবাদ জানিয়েছেন সকলে।

Back to top button