এত ভালোবাসা সত্ত্বেও কেন এক হতে পারলেন না রেখা-অমিতাভ? প্রকাশ্যে এল অন্দরের কথা

Avatar

Published on:

এত ভালোবাসা সত্ত্বেও কেন এক হতে পারলেন না রেখা-অমিতাভ? প্রকাশ্যে এল অন্দরের কথা

জয়া-অমিতাভ-রেখা এই ত্রিকোণ প্রেম কাহিনী আজও বলিউডের চর্চার অন্যতম জনপ্রিয় টপিক। এই ত্রিকোণ প্রেমের সম্পর্ক সব সময়ই শিরোনামে। জানা যায় জয়া ভাদুড়ির সঙ্গে বিয়ের পরেও রেখার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন অমিতাভ বচ্চন। আর এই নিয়ে তাদের সংসারে অশান্তিও হয়েছিল। এমনকি জয়া বচ্চন নাকি চড়ও মেরেছিলেন রেখাকে। কিন্তু কখনই রেখাকে বিয়ে করতে চাননি তিনি।

অমিতাভ বচ্চন এবং রেখা একসঙ্গে অনেকগুলি ছবি করেছেন কিন্তু তাঁদের প্রথম ছবি ছিল ‘দো আনজানে’। এই ছবির সেটেই শুরু প্রেম। শোনা যায় তাদের সম্পর্কের প্রথম দিকে, তাঁরা রেখার বন্ধুর একটি বাংলোতে দেখা করতেন। তাঁদের সম্পর্কের কথা অজানা ছিল না কারোর।

   
 ⁠

সরাসরি না হলেও বহুবার অমিতাভকে ভালোবাসার কথা স্বীকার করেছেন রেখা। স্বামীর মৃত্যুর পরও একাধিকবার সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে রেখাকে। কার জন্য তিনি সিঁথি রাঙাতেন সেই সদুত্তর দিতে পারেননি।

  
 ⁠

জয়া বচ্চন নিজের অবস্থান সরাসরি স্পষ্ট করেছিলেন রেখার কাছে। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি অমিতাভকে ছাড়বেন না। রেখাকে একবার শুটিং সেটে চড়ও মেরেছিলেন তিনি। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়েছিল যে অমিতাভ সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন।

অমিতাভ প্রাচীন পন্থী, এমনই জানান তাঁর সহকর্মীরা। পরিবারের ঐতিহ্য এবং ভাবমূর্তি রক্ষার দায় ছিল তাঁর। পরিবার, তার সন্তানদের রক্ষা করার জন্য কোনও দিন প্রকাশ্যে রেখার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। বিয়ের কথাও ভাবেননি তাই।

এখনও এই জুটিকে বিভিন্ন অনুষ্ঠান, আওয়ার্ড শো তে দেখা যায়। কিন্তু কেউ কারোর সঙ্গে আর কথা বলেনা। এড়িয়ে চলেন দুজনেই দুজনকে। মনের কোণায় ভালোবাসার পাহাড় থাকলেও তা আর প্রকাশ্যে আসে না।