সাধারণের মধ্যেও অসাধারণ বৈশিষ্ট্য! রেখার স্বপ্নের পুরুষ কেমন? মনের কথা জানালেন অভিনেত্রী

Published on:

শুধু জয়া নন, রেখাকে সহ্য করতে পারতেন না ইন্ডাস্ট্রির আরও তিন অভিনেত্রী! জানেন তাঁরা কারা?

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন অভিনেত্রী রেখা।

রেখার জন্য পাগল আট থেকে আশি সকল বয়সের পুরুষরা। তবে এই মারকাটারি অভিনেত্রীর কেমন পুরুষ পছন্দ? এক সাক্ষাৎকারে নিজের পছন্দের পুরুষের গুনাগুন জানিয়েছিলেন তিনি। প্রকাশ্যে এনেছিলেন তাঁর পছন্দের পুরুষ হতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে?

   
 ⁠

রেখা বলেন, “আমার পছন্দ এমন পুরুষ, যিনি সৎ, কর্মঠ, এবং যাদের মধ্যে হাস্যরসের অনুভূতি থাকে। আমি এমন পুরুষকে পছন্দ করি যারা লোকজনের সঙ্গে ভালভাবে মেশে এবং সহজ-সরল”। অর্থাৎ সাধারণের মধ্যেও অসাধারন বৈশিষ্ট যে থাকতে হবে সেই বিষয়টি স্পষ্ট করে দেন অভিনেত্রী।

  
 ⁠

শোনা যায় এমন একজনের প্রেমে পড়েছিলেন তিনি যাকে নিয়ে রীতিমত অসন্তুষ্ট ছিলেন অভিনেত্রী। তিনি এতটাই মায়ের ঘেঁষা ছিলেন যে কোনদিনই তারা গভীর রাত পর্যন্ত সময় কাটাতে পারেননি। কারণ রেখার সেই প্রেমিকের বাড়ি যাওয়ার তাড়া ছিল।

সেই প্রেমিকের নাম ছিল কিরণ কুমার। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমরা কখনই গভীর রাতে একসঙ্গে সময় কাটাইনি। ১০টায় ওকে বাড়ি ফিরতেই হবে। একগ্লাস দুধ পান করে শুয়ে পড়তে হবে”। রেখার কথায়, তিনি ছিলেন একেবারেই ‘মাম্মাজ বয়’।