মদ্যপানে থেকে ড্রাগ সেবন! নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন রেখা, কীভাবে ঘুরে দাঁড়ালেন তিনি?

Published on:

মদ্যপানে থেকে ড্রাগ সেবন! নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন রেখা, কীভাবে ঘুরে দাঁড়ালেন তিনি?

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন। তবে তাকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু রহস্য আজও দর্শকদের মনে কৌতূহলের নিদর্শন করতে পারেনি।

শোনা যায়, অমিতাভের সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ভুগতে শুরু করেন তিনি। আসক্ত হয়ে পড়েন নেশায়। কিন্তু ধীরে ধীরে নিজেই বেরিয়ে আসেন সেই অন্ধকার থেকে। ফেরেন অভিনয় জীবনে। কিন্তু আজও শাহেনশার প্রতি তাঁর ভালোবাসা এতটুকুও ফিকে হয়নি।

   
 ⁠

অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের কথা সর্বজনবিদিত। এমনকি অভিনেত্রী নিজেও অকপটে প্রকাশ্যে বারবার সে কথা স্বীকার করেছেন। জয়া ভাদুরীর জন্য তাদের প্রেম ভেঙেছিল সে কথাও সকলেই জানেন। তাদের প্রেমের কাহিনী এবং ব্যক্তিগত জীবন বার বার চর্চার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে।

  
 ⁠

মদ্যপানে আসক্ত হওয়া থেকে শুরু করে ড্রাগ অবধি নিতে শুরু করেন। ভেঙে পড়েছিলেন রেখা। গোটা পৃথিবীর ভালবাসা যদি এক করা হয়, তবে ঠিক ততটাই ভালবেসেছিলেন তিনি অমিতাভকে। এমন সময় তাঁর নিজের বিয়ের প্রসঙ্গ কীভাবে সবটা সামলাবেন বুঝতে না পেড়েই জীবনকে শেষ করে দিতে চেয়েছিলেন।

তাঁর কথায়, ঠিক সেই সময় তিনি অন্য কীভাবে পরিস্থিতির মুখোমুখি হবেন বুঝতেই পারেননি। আর তখনই তিনি ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিলেন। একটা সময়ের পর পরিস্থিতির সঙ্গে তিনি মানিয়ে নিতে থাকেন।

একসময় বলিউডের সুপার হিট জুটি ছিল অমিতাভ এবং রেখা। কিন্তু তাদের সম্পর্কে বিচ্ছেদের পর আর কখনোই তাদের একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি। কিন্তু ভালোবাসা থেকে গিয়েছে অভিনেত্রীর মনে। সে কথা বারবার পরোক্ষভাবে স্বীকার করেছেন তিনি। যদিও অমিতাভ বচ্চনের সঙ্গে বিচ্ছেদের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রেখা।